উত্তপ্ত উপত্যকা, শুরু গুলির লড়াই! রাজৌরিতে সেনা ক্যাম্পে বড়সড় হামলার চেষ্টা জঙ্গিদের
কিছুতেই থামছে না সন্ত্রাসবাদী হামলা। ফের সেনাবাহিনীর উপরে বড়সড় হামলার চেষ্টা করল জঙ্গিরা। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে বড় হামলার চেষ্টা করে জঙ্গিরা। ভোররাতে রাজৌরি জেলায় একটি গ্রামের সেনা চৌকিতে হামলার চেষ্টা করে জঙ্গিরা। জঙ্গি হামলার পরিকল্পনা সন্ত্রাসবাদীদের। সেনাবাহিনী সঠিক সময়ে সেই হামলা প্রতিহত করতে সক্ষম হয়। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযান চালানো হচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। সেনা-জঙ্গি সংঘর্ষে বহু জঙ্গি নিহত। সেনাও শহিদ হয়েছেন। জম্মুর ডোডায় এনকাউন্টারে দুই সেনা জওয়ান আহত হন। ১৫ জুলাই ডোডায় এনকাউন্টারে এক অফিসার সহ ৪ সেনা জওয়ান শহিদ হন। কুপওয়ায়ায় নিয়ন্ত্রণ রেখার কাছে দুই জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। ৯ জুন রিয়াসিতে পুণ্যার্থী বোঝাই বাসে হামলায় নয়জন যাত্রী নিহত হন। কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী দুই সন্ত্রাসীকে খতম করে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছিল।