মোহনবাগানে ফিরছেন ‘ঘরের ছেলে’, প্রীতম কোটাল সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক দুই পজিশনেই খেলতে পারেন
প্রাক্তন অধিনায়ক প্রীতম কোটাল ঘরে ফিরছেন। মোহনবাগানে দলবদলের বাজারে নয়া জল্পনা। প্রীতমের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে সবুজ-মেরুনের। আনোয়ার আলিকে নিয়ে জটিলতার মধ্যেই পুরনো ক্লাবে প্রত্যাবর্তন হতে চলেছে মোহনবাগানের ঘরের ছেলের। মোহনবাগানের অবিচ্ছেদ্য অংশ প্রীতম মরশুম আগে তিনি মোহনবাগান ছেড়ে যোগ দেন কেরালা ব্লাস্টার্সে। সবুজ-মেরুনের তৎকালীন কোচ জুয়ান ফেরান্দো তাঁকে ছাঁটাই করেন, নাকি প্রীতম নিজেই ক্লাব ছাড়েন সেটা এখনও স্পষ্ট নয়। মোহনবাগান ছাড়ার পর প্রীতমের গলায় অভিমানের সুর ছিল।
জুয়ান প্রীতমের বদলে প্রথম পছন্দ হিসাবে আনোয়ার আলিকে খেলানো শুরু করেন। সেই আনোয়ারকে নিয়ে এবার জটিলতা শুরু মোহনবাগানে। আগামী মরশুমে আদৌ তিনি সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাবেন কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রীতমকে মোহনবাগানে ফেরানোর উদ্যোগ শুরু। কথাবার্তা অনেকটা এগিয়েছে। প্রীতম একই সঙ্গে সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক দুই পজিশনেই খেলতে পারেন। কোচ হোসে মলিনা তাঁর অভিজ্ঞতাও কাজে লাগাতে চাইবেন।