October 12, 2024

রবিবার গঙ্গোপাধ্যায় বাড়িতে খুশির হাওয়া! বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মহারাজের দাদা রাজ

0

বিবাহ বন্ধনে আবদ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। রবিবার আইনি বিয়ে সারলেন দীর্ঘদিনের প্রেমিকা অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে। ৭ আগস্ট ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে বসবে প্রীতিভোজের আসন। আমন্ত্রণপত্রে নাম রয়েছে সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের। গত বছর স্নেহাশিসের প্রথম স্ত্রী নৃত্যশিল্পী মোম গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন। এফআইআর-ও দায়ের করেছিলেন তিনি। সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। তার পরেই দ্বিতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন স্নেহাশিস। সেই দিনটি রবিবার। ওই দিন তিনি বিয়ে করবেন দীর্ঘ দিনের বান্ধবী অর্পিতাকে। স্নেহাশিসের বর্তমান স্ত্রী অর্পিতা কলকাতার এক পরিচিত শিল্পোদ্যোগীর প্রাক্তন স্ত্রী। নিজেও সফল ব্যবসায়ী। ছত্তীসগঢ়ে রাসায়নিকের ব্যবসা রয়েছে। ৫৯ বছরের স্নেহাশিসের সঙ্গে বছর ৪৭-এর অর্পিতার সম্পর্ক অনেক দিনের। সেই সম্পর্ক কখনও গোপনও করেননি।

বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র সভাপতি স্নেহাশিস। সিএবি-র সচিব পদেও ছিলেন। ক্রিকেট জীবনে বাংলার হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন। তিনি চোট পাওয়ায় তাঁর জায়গায় ১৯৯০ সালের রঞ্জি ফাইনালে বাংলা দলে সুযোগ পান সৌরভ। সেই ফাইনাল জিতে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। প্রশাসক স্নেহাশিসের আমলে ইডেনের চেহারা অনেক বদলেছে। গ্যালারি, ক্লাব হাউসের সংস্কার হয়েছে। বিশ্বকাপের আয়োজন করেছে ইডেন। শুরু হয়েছে পুরুষ এবং মহিলাদের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ।

স্নেহাশিসের বিবাহ উপলক্ষে প্রীতিভোজের আয়োজন ৭ আগস্ট। বাইপাসের ধারের হোটেলে অনুষ্ঠানে বন্ধুবান্ধব এবং হিতৈষীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণপত্রটি পাঠানো হয়েছে সৌরভ এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের তরফে। রবিবার বিয়ের সময় তাঁরা দুজনকেই রংমিলান্তি পোশাকে দেখা গেল। স্নেহাশিস এবং অর্পিতা দুজনেই পরেছিলেন হলুদ রঙের পোশাক। দাদার বিয়েতে ডোনা গঙ্গোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত না থাকলেও,তাঁরা রিসেপশনে যোগ দেবেন। ক্রিকেট খেলার সময় স্নেহাশিসের হাত ধরে বহু ম্যাচ জিতেছে বাংলার ক্রিকেট দল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed