October 3, 2024

টেনিসের হল অফ ফেম, ঢুকলেন লিয়েন্ডার পেজ, অমৃতরাজ

0

টেনিসের হল অফ ফেম। ঢুকলেন লিয়েন্ডার পেজ ও বিজয় অমৃতরাজ। দু’‌জনই প্রথম এশিয়ান টেনিস তারকা যারা আন্তর্জাতিক টেনিসের হল অফ ফেমে ঢুকলেন। এক জন ডাবলসে প্রাক্তন এক নম্বর ভারতের লিয়েন্ডার। অপর জন ভারতের প্রাক্তন সিঙ্গলস খেলোয়াড় ছাড়াও ধারাভাষ্যকার। পেজ বলেছেন, ‘‌এটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান। যারা আমাকে সারা জীবন অনুপ্রাণিত করেছেন, প্রত্যেককে অভিনন্দন।’‌ ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে ১৮টি গ্র‌্যান্ড স্লাম পেয়েছেন পেজ। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছিলেন পেজ। এছাড়া ২০১২ অস্ট্রেলিয়ান ওপেন ও ২০১৬ ফ্রেঞ্চ ওপেনে ডাবলস ও মিক্সড ডাবলসে জয়ী হয়েছিলেন পেজ। ৭০ বছরের অমৃতরাজ ১৯৭০ থেকে ৯৩ অবধি দেশের হয়ে খেলেছেন। ১৫টি এটিপি সিঙ্গলস খেতাব জিতেছেন। জিতেছেন ৩৯৯ ম্যাচ। বিশ্বে সর্বোচ্চ ১৮ নম্বর র‌্যাঙ্কিং করেছিলেন কোনও ভারতীয় হিসেবে। ১৯৭৪ ও ৮৭ সালে ভারতকে ডেভিস কাপ ফাইনালে তোলার পিছনে তাঁর বড় কৃতিত্ব রয়েছে। সেই অমৃতরাজ বলেছেন, ‘‌এই হল অফ ফেমে ঢুকে পড়াটা আমার কাছে অন্যতম গর্বের। সম্মানিত।’‌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed