রিচা-হরমনপ্রীতের ঝোড়ো ব্যাটিং, এশিয়া কাপের সেমিফাইনালে ভারত
মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ডাম্বুলায় রবিবার ভারত হারিয়ে দেয় সংযুক্ত আরব আমিরশাহিকে। পাকিস্তান ম্যাচের দলই নামিয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত। টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠায় আরব। ১৮ বলে ৩৭ রান করেন শেফালি ভার্মা। রান পাননি স্মৃতি এবং হেমলতা। অধিনায়ক হরমনপ্রীত সপ্রতিভ। শেফালি ভার্মা আউট হওয়ার পর জেমাইমার সঙ্গে জুটি বাঁধেন। জেমাইমা আউট হলে ক্রিজে আসেন বঙ্গসন্তান রিচা ঘোষ। রিচা এবং হরমন দুজনেই ভারতকে বড় রানে পৌঁছে দেয়। হরমনের ৪৭ বলে ৬৬ এবং রিচার ২৯ বলে মারকুটে ৬৪ রানের ইনিংসে প্রথমবারের জন্য মহিলাদের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ২০০ রানের গণ্ডি পেরোয় ভারত। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৮ সবথেকে বেশি স্কোর ছিল ভারতের। পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে ১২ বলে মাত্র চার রান করে আউট হন থিরথা সতীশ। ৩২ বলে ৪০ রান করেন কাভিশা। ২৩ রান দিয়ে দুই উইকেট নেন ভারতের দীপ্তি শর্মা।