February 17, 2025

উপকূলের আরও কাছে নিম্নচাপ, ভাসবে কলকাতা সহ পার্শ্ববর্ত্তী এলাকা!

0
weather

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত। উপকূলের আরও কাছাকাছি এসেছে,বলে জানাল আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। রবিবারও বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের ফলে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপ ছত্রিশগড়ের দিকে সরে গেলে বৃষ্টির পরিমাণ কমবে।

কলকাতা-সহ রাজ্যে বৃষ্টি ও আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা বৃষ্টিপাত হবে। তবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে শনিবার ও রবিবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচজেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed