January 13, 2025

ভারতীয় ফুটবলে শুরু স্প্যানিশ যুগ, গুরপ্রীতদের হেডস্যর মানোলো মার্কেজ

0
Kalyan Choube

ভারতীয় ফুটবল দলের হেডস্যর হতে চলেছেন মানোলো মার্কেজ। ইগর স্টিমাচ জমানার অবসানে স্প্যানিশ যুগ শুরু ভারতীয় ফুটবলে। ৩১ মে, ২০২৫ সাল পর্যন্ত এফসি গোয়ার সঙ্গে স্প্যানিশ কোচের চুক্তি রয়েছে। তার পর থেকে তিনি শুধু জাতীয় দলেরই দায়িত্ব পালন করবেন। তার আগে ক্লাব ও জাতীয় দলের কোচিং একসঙ্গে করাবেন। ভারতীয় ফুটবল সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে মানোলো মার্কেজের। আইএসএলে তাঁর কোচিংয়ে হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল। মানোলো মার্কেজই এবার ভারতীয় ফুটবল দলের হটসিটে। যদিও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এখনও সরকারি ভাবে নতুন কোচের নাম জানায়নি। কোচ হওয়ার দৌড়ে মানোলো মার্কেজের সঙ্গে দৌড়ে ছিলেন মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। দৌড়ে ছিলেন সবুজ-মেরুন শিবিরকে আই লিগ এনে দেওয়া কোচ সঞ্জয় সেনও। মানোলো মার্কেজকেই নতুন কোচ হিসেবে বেছে নেন ফেডারেশন কর্তারা।

এদিকে, জাতীয় দলের কোচ নিয়োগ। অথচ, টেকনিক্যাল কমিটির সঙ্গে কোনওরকম আলোচনাই নয়। ক্ষোভে এআইএফএফ টেকনিক্যাল কমিটি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। বাইচুংয়ের প্রশ্ন, টেকনিক্যাল কমিটির সঙ্গে যখন কোনও আলোচনাই করা হচ্ছে না, তাহলে সেই কমিটিতে থেকে কী লাভ? জাতীয় দলের কোচ নিয়োগের মতো বড় সিদ্ধান্ত সাধারণত নেওয়া হয় ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটিতে। টেকনিক্যাল কমিটিতে আইএম বিজয়ন, বাইচুং ভুটিয়ার মতো কিংবদন্তিরা আছেন। বাইচুং ভুটিয়ার ক্ষোভ, ফুটবল সম্পর্কিত এত বড় সিদ্ধান্ত। অথচ সেই সিদ্ধান্ত নেওয়ার আগে টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনার প্রয়োজনই বোধ করল না ফেডারেশন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed