‘ব্যাড নিউজ’ ছবিতে নেই কোনও ‘গুড নিউজ’, ভিকি-তৃপ্তির উষ্ণ রসায়নে গল্পের ভিত অতিগর্ভধারণ
সুপারফিকান্ডেশন অর্থাৎ অতিগর্ভধারণ। এই হচ্ছে গল্পের ভিত। এক নারী যখন পৃথকভাবে দুই পুরুষের সঙ্গে একই ঋজঃচক্রে মিলিত হয় এবং তার জেরে দুই পুরষের সন্তান একইসঙ্গে গর্ভে ধারণ করে তাঁকে বলা হয় সুপারফিকান্ডেশন অর্থাৎ অতিগর্ভধারণ। অর্থাৎ যমজ শিশুর বাবা দুই আলাদা পুরুষ। ছবিতে অখিল চাড্ডার ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। তৃপ্তি দিমরি রয়েছেন সলোনি বগ্গার চরিত্রে। পরিচালক আনন্দ তিওয়ারি, ভিকি কৌশলের মতো অভিনেতা ও তৃপ্তি দিমরি ও এম্মি ভির্কও চিত্রনাট্যের দুর্বলতাকে ঢাকতে পারলেন না করণ জোহর প্রযোজিত ‘ব্যাড নিউজ’ ছবিতে।
এর আগে করণ জোহরের প্রযোজনাতেই তৈরি হয়েছিল ‘গুড নিউজ’। অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ, করিনা কাপুর, কিয়ারা আডবাণী অভিনীত সেই ছবি শুক্রাণুর অদলবদলের ঘটনা দেখানো হয়েছিল। এবার অতিগর্ভধারণ।
ছবি – ব্যাড নিউজ
অভিনয়ে – ভিকি কৌশল, তৃপ্তি দিমরি, এম্মি ভির্ক, নেহা শর্মা, অনন্যা পাণ্ডে, নেহা শর্মা, শিবা চাড্ডা, ফয়জল রাশিদ প্রমুখ
পরিচালনা – আনন্দ তিওয়ারি।