February 18, 2025

দল পাঠাতে নারাজ বিসিসিআই, পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি

0
Champions Trophy

পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই। ভারতীয় দল পাকিস্তানে খেলতে না গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি সরতে পারে। ইমরান খানের দেশ থেকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সরতে পারে। টুর্নামেন্ট সরে যেতে পারে দুবাই বা শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সূত্র বলছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে সমর্থন করে পাকিস্তানে যেতে আপত্তি জানিয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ডও ক্রীড়াসূচির খসড়া আইসিসি-কে পাঠিয়ে দিয়েছে। ৮ বছর পরে ক্রিকেট ক্যালেন্ডারে প্রত্যাবর্তন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। নিরাপত্তার কারণে পিসিবি একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভেবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ মেন ইন ব্লু’র। ভারত আপত্তি জানানোয় পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।

এদিকে, সিনিয়র ক্রিকেটারদের বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার উপরে নিষেধাজ্ঞা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটাররা বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছিলেন পিসিবি-র কাছে। আবেদন নস্যাৎ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০২৪ সাল থেকে মার্চের ২০২৫ পর্যন্ত পাকিস্তানের ব্যস্ত ক্রীড়াসূচি। আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯টি টেস্ট ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তাই সিলেকশন কমিটির সঙ্গে আলাপ আলোচনার পরে স্থির হয়েছে তিন জন ক্রিকেটারের নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন বাতিল করে দিয়েছে পিসিবি। বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদিকে পাকিস্তানের জার্সিতে বহু ম্যাচ খেলতে হবে।আসিফ আলি, ইফতিকার আহমেদ, মহম্মদ আমির ও মহম্মদ নওয়াজের আবেদন মেনে নিয়ে তাঁদের নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন মঞ্জুর করেছে। পাক ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি কমিয়ে পিসিবি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পথ অনুসরণ করবে। পাকিস্তান ক্রিকেটারদের তিন বছরের পরিবর্তে এক বছরের চুক্তি করবে পিসিবি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed