October 4, 2024

রাস্তায় রক্তের দাগ বাংলাদেশে! মৃত্যু ছাড়াল ১০৫, দেশ জুড়ে কার্ফু জারি

0

পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে। কোটা বা সংরক্ষণ বিরোধী আন্দোলন। বাংলাদেশে বাড়ছে রক্তপাত। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রংপুর-সহ বিভিন্ন জায়গায় হাজার হাজার ছাত্র-ছাত্রী পথে নেমে আন্দোলনে। আন্দোলনরত পড়ুয়াদের আটকাতে কড়া হাতে নেমেছে সরকার। ১০৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ জুড়ে। আরও কড়া পদক্ষেপ করেছে শেখ হাসিনা সরকার। গোটা দেশে কার্ফু জারি করে দেওয়া হয়েছে। সেনা নামানোরও নির্দেশ সরকারের।

ভারতীয় পড়ুয়ারা বাংলাদেশ ছাড়ছেন।বাংলাদেশ থেকে বেরনোর চেষ্টা করছেন মানুষ। সীমান্ত পার করেছেন ৩০০ জন ভারতীয় পড়ুয়া। ত্রিপুরার আগরতলার কাছে আখুড়া ও মেঘালয়ের ডাউকি দিয়ে ভারতে ফিরছেন পড়ুয়ারা। কেউ উত্তর প্রদেশের বাসিন্দা, কেউ হরিয়ানা অথবা কাশ্মীরের। মধ্যে অনেকেই বাংলাদেশে এমবিবিএস পড়ছিলেন। একের পর এক মৃত্যুর খবর। ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না ভারতীয় ছাত্র-ছাত্রীরা। শেষ পর্যন্ত দেশের ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই। বিমানের টিকিট না পেয়ে ফিরেছেন স্থলপথেই। ৬-৭ ঘণ্টা ট্যাক্সিতে চেপেও ফিরেছেন ভারতে। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের তরফ থেকেও ইতিমধ্যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারতীয়দের। খোলা হয়েছে হেল্পলাইন নম্বরও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed