October 3, 2024

বউ ভেবে অন্য মহিলাকে চুম্বনে উদ্যত! বেগতিক দেখে দৌড়ে এসে সামাল দিলেন স্ত্রী

0

স্ত্রী ভেবে অন্য এক মহিলাকে চুম্বন করতে উদ্যত। দেশের সর্বময়কর্তার এ হেন আচরণে বিস্মৃত প্রত্যেকেই। স্ত্রী ভেবে অন্য এক মহিলাকে চুম্বন করতে উদ্যত হয়েছেন আমেরিকার সর্বময়কর্তা। তড়িঘড়ি দৌড়ে এসে পরিস্থিতি সামাল দেন স্ত্রী। জো বাইডেনের এই কীর্তি সামাল দেন তাঁর স্ত্রী জিল বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্টেজে উঠে ভুলে যাচ্ছেন কোনদিকে যেতে হবে। ভরা সভায় ভাষণ ভুল। নামও ভুল বলে ফেলেন মাঝেমধ্যে। বাইডেনের অস্বস্তি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে স্পষ্ট, এক কর্মসূচিতে উপস্থিত হয়ে মহিলার সঙ্গে গল্প করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর হাবেভাবে স্পষ্ট যে তিনি তাঁকে স্ত্রী বলে মনে করে তাঁকে চুম্বন করতেও উদ্যত হন। ওই অবস্থায় স্বামীকে সামাল দিতে সেখানে ছুটে আসতে দেখা যায় জিল বাইডেনকে। স্বামীর সামনে এসে তাঁকে কিছু বলেন জিল। স্ত্রীর কথা শোনার পর বাইডেন বুঝতে পারেন বড়সড় ভুল করতে চলেছিলেন। তাঁর স্ত্রী স্টেজ থেকে নেমে আসার পর নিরাপত্তারক্ষীরা মহিলাকে নিয়ে চলে যান।

মার্কিন প্রেসিডেন্ট ৮১ বছর বয়সি নেতা জো বাইডেন ভুল করে বসছেন। কমলা হ্যারিসকে বলে বসছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সটান পুতিন বলে বসছেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, তিনি বৃদ্ধ হলেও তাঁর মানসিক শক্তি অটুট রয়েছে। “আমি বৃদ্ধ। কিন্তু আমি ট্রাম্পের থেকে মাত্র তিন বছরের বড়। এটা এক নম্বর। আর দুনম্বর কথা হল, আমার মানসিক শক্তি খুবই ভালো। আমি সাড়ে তিন বছরে যা করেছি তা কোনও প্রেসিডেন্ট করেননি।” নিজেকে ফিট দাবি করলেও ‘ভুল’ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed