একুশের মঞ্চে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ মঞ্চ! ব্যাকড্রপ আরও ৪০ ফুট বাই ৩০ ফুট বাড়িয়ে দেওয়া হচ্ছে
একুশে জুলাই। তৃণমূলের শহিদ দিবস। বঙ্গ রাজনৈতিক মহলের কাছে দিনটি তাৎপর্যপূর্ণ। চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলের ফল উৎসর্গ করা হবে শহিদদের প্রতি, এদিনের মঞ্চ থেকে, ঘোষণা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন আর লোকসভার ফলাফলের উদযাপন, জোড়া অনুষ্ঠান। একুশের মঞ্চে সামনের দিকের স্টেজ চওড়ায় বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহান্তে ঝড়বৃষ্টিতে ভাসবে কলকাতা অর্থাৎ একুশে জুলাইও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেকথা মাথায় রেখে এবার একুশের মঞ্চ শক্তপোক্ত করা হয়েছে। ব্যাকড্রপ অনেকটা মোটা করা হচ্ছে। ৪০ ফুট বাই ৩০ ফুট। সাধারণত এই ব্যাকড্রপ পাতলাই থাকে। এবারই তা এতটা বাড়ানো হচ্ছে ঝড়বৃষ্টির কথা ভেবে। এছাড়া মূল মঞ্চ আরও চওড়া করা হচ্ছে। জানা গিয়েছে, ১৩ জায়ান্ট স্ক্রিন থাকছে৷ প্রায় ৪০০০ স্বেচ্ছাসেবক থাকবেন দলনেত্রীর জন্য আলাদা র্যাম্প তৈরী।
এবারের একুশের মঞ্চের নকশায় বেশ কিছু বদল দেখা যাবে। এছাড়া মঞ্চে উপস্থিত অতিথিদের মধ্যেও বেশ কিছু চমক থাকার সম্ভাবনা। মঞ্চের সামনের ভাগ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। ৫২ ফুট বাই ২৮, উচ্চতা ১০ ফুট। এই মঞ্চ আগে ৪৮ ফুট হতো। এল আকৃতির মঞ্চ এবার চওড়ায় আরও ৪ ফুট বাড়ছে। দ্বিতীয় ভাগ ৪৮ ফুট বাই ২৪ ফুট, উচ্চতা ১১ ফুট। তৃতীয় ভাগ হবে ৪৮ ফুট বাই ২০ ফুট, উচ্চতা ১২ ফুট। মঞ্চের প্রথম ভাগ মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমন্ত্রিত অতিথিদের জন্য। বাকি দুটি মঞ্চে থাকবেন সাংসদ, বিধায়করা। মুখ্যমন্ত্রীর জন্য আলাদা র্যাম্প ও মন্ত্রীদের জন্য পৃথক র্যাম্প। মঞ্চ পরিদর্শন করেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল-সহ অন্যান্য আধিকারিকরা।
‘ছুটি’ শেষ। বিদেশ থেকে ফিরে এলেন বাংলায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইমিগ্রেশন দফতর সূত্রের খবর, নরওয়ে থেকে অভিষেক দুবাই ফেরেন। তারপর দুবাই থেকে চার্টার্ড বিমানে চেপে কলকাতায় ফেরেন। একুশে জুলাইয়ের ঠিক আগে কলকাতায় অভিষেক। চোখের চিকিৎসার জন্য অভিষেক যান আমেরিকায়। আর তার আগে কলকাতার বেসরকারি হাসপাতালে একটি ছোট অস্ত্রোপচার হয় অভিষেকের। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শহরে ফিরে আসায় গোটা তৃণমূল কংগ্রেস আশা করছে,দলের ক্যাপ্টেন রবিবারের সভায় থেকে বক্তব্যও রাখবেন।