বঙ্গে বৃষ্টি আসছে জোরদার, ‘পাসিং সাওয়ার রেইন’ সতর্ক করল হাওয়া অফিস!
বৃষ্টির পরিমাণ কিছু কম থাকলেও, সপ্তাহান্তে বাড়বে বৃষ্টি। মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। এর কারণেই আগামী দু’ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টি হবে আগামী সপ্তাহের শুরুতেও। উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে অধিক বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পরিবর্তন হবে শুক্রবার থেকেই।
দক্ষিণের সব জেলাতেই ‘পাসিং সাওয়ার রেইন’ এর সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া, হাওড়া, হুগলি সহ কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শনিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারি বৃষ্টির সতর্কতা জারি। ২১ জুলাই আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জেলায় জেলায় বজ্র-বিদ্যুৎসিহ বৃষ্টির আশঙ্কা। সোমবার ভারি বৃষ্টির পূর্বাভাস পূর্ব-পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এবং বীরভূমে। শনিবার ভারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। রবিবারও বৃষ্টি হবে উত্তরে, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।