‘টক অফ দ্য টাউন’ উর্বশী রাওতেলা! খাবারে বিষক্রিয়া! হাসপাতালে জাহ্নবী কাপুর

‘বৈবাহিক জীবনে ইতি…’, ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্স অভিষেক বচ্চনের। ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্যই নাকি ঐশ্বর্য রাই বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন! বলিপাড়ার অন্দরে মাসখানেক ধরেই এমন গুঞ্জন। সম্পত্তির জেরেই নাকি এহেন বিবাদ! বলিউডে কানাঘুষো শোনা যায়, মেয়েকে বিলাসবহুল বাংলো প্রতীক্ষা উপহার দেওয়াতেই নাকি বেজায় চটেছেন বউমা ঐশ্বর্য। আম্বানিদের বিয়েতেও সেই মান-অভিমানের পালা দেখা গেছে! মেয়ে আরাধ্যাকে নিয়ে একাই এয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। মেয়ে-জামাই শ্বেতা ও তাঁর পরিবারের সঙ্গে আম্বানিদের লাল গালিচায় পোজ দিয়েছেন জয়া-অমিতাভ। একই পরিবারের সদস্যদের আলাদা ফ্রেম! প্রশ্ন, ‘তাহলে কি সত্যিই ডিভোর্সের পথে হাঁটছেন ঐশ্বর্য-অভিষেক?’

চর্চায় উর্বশী রাওতেলা! ‘টক অফ দ্য টাউন’ বলিউড সুন্দরী। স্নানঘরে তাঁর পোশাক খোলার ভিডিও ভাইরাল। ২৩ সেকেন্ডের এই ভিডিও কি আদৌ সত্যি না ডিপফেকের শিকার হয়েছেন উর্বশী?ভিডিও ক্লিপের জন্য জোর নিন্দা, সমালোচনার মুখে পড়তে হচ্ছে মডেল-অভিনেত্রীকে। নিন্দুকরা বলছেন, ‘সস্তার প্রচার’। সাদামাটা পোশাকে স্নানঘরে প্রবেশ করলেন উর্বশী। পরনে সালোয়ার কামিজ। দরজা বন্ধ করার রপরই তোয়ালে রেখে পোশাক বদলাতে দেখা যায়। আর সেখানেই বন্ধ হয়ে যায় ভিডিও। উর্বশী রাওতেলা। এমন ভিডিও ভাইরাল হওয়ায় বেজায় হতাশা প্রকাশ করে প্রশ্নও ছুঁড়েছেন- ‘এইসব ভিডিও কী করে ফাঁস হচ্ছে?’ গোপনীয়তা ভঙ্গ হওয়ায় চটে গিয়েছেন উর্বশী।

হাসপাতালে ভর্তি হল জাহ্নবী কাপুরকে। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছেন জাহ্নবী কাপুর। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, কদিন থেকেই অভিনেত্রীর শরীর খুব দুর্বল এবং বুধবার শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, শেষমেশ পরিবারের তরফে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। খাবারে বিষক্রিয়ার জন্যই জাহ্নবী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। আগামী দু-তিন দিনের মধ্যেই শ্রীদেবীকন্যাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত, গায়ে হলুদের অনুষ্ঠানে বলিউডের ‘ফুল অ্যাটেন্ডেস’ দিয়েছেন। আম্বানিদের রাজকীয় বিয়ের কয়েক দিন বেশ খোশমেজাজে ছিলেন জাহ্নবী কাপুর। লাল গালিচায় ফ্যাশন অবতারে আগুন ঝরিয়েছেন। কখনও ময়ূর পালকের রঙের পোশাকে, আবার কখনও বা বডিং হাগিং গাউনে কেড়েছেন নজর। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেই তাল মিলিয়ে নাচতেও দেখা গিয়েছিলে তাঁকে।

ছিপছিপে শরীর। পাতলা কোমর। তন্বী চেহারা। শরীরে কোথাও মেদের ছিঁটেফোঁটা নেই। মা হওয়ার পরেও কী করে এত ফিট থাকেন সোনম। পর্দার চেনা সোনমও একেবারে বদলে গিয়েছিলেন। ওজন বেড়ে গিয়েছিল। অন্তঃসত্ত্বাকালীন সময়ের ছবি নিজেই ভাগ করে নিয়েছিলেন সোনম। তবে কয়েক মাসের মধ্যেই একে বারে আগের চেহারায় ফিরেছেন। অভিনেত্রীর ডায়েট প্ল্যান। সকাল ৬টার সময় সোনম দিন শুরু করেন ঈষদুষ্ণ লেবুজল দিয়ে। খালি পেটে খাওয়া এই পানীয় সোনমের হজমশক্তি বৃদ্ধি করে, শরীরে ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করে। তার পর অভিনেত্রী ওট্স মিল্ক, কোলাজেন আর চকোলেট দিয়ে তৈরি কফি। নিজের কফি নিজেই তৈরি করেন। ঘড়িতে ৬:৪৫ বাজলে তিনি ভেজানো কাঠবাদাম, শরীরে ফাইবার ও প্রোটিন যায় ভাল মাত্রায়। সকাল ৯:৪৫ এ তিনি ডিম আর পাউরুটির টোস্ট খান। দুপুরে রোস্টেড চিকেনের সঙ্গে অ্যারাবিয়াটা পাস্তা খান। বিকেল ৪টের সময় কফি খান। ৫:১৫ তে তিনি চিকেন আর টোস্ট খান। সন্ধ্যা ৭টার সময় তিনি এক বাটি স্যুপ খান। সারা দিনে তিন থেকে চার লিটার জল খেতে ভোলেন না অভিনেত্রী।

ক্যাটরিনা কইফের জন্মদিনে স্ত্রীকে খুশি করা উপহার ভিকি কৌশলের। ভিকি উপহার দেওয়ার বিষয়ে ‘সাংঘাতিক’। ক্যাটরিনার নাকি শিল্প ও ভাস্কর্য বিষয়ে আগ্রহ রয়েছে। ভিকি বলেন, “আমি এই বিষয়টা এখনও বুঝতে পারি না। কিছু মানুষ কী সুন্দর উপহার দেন। কিন্তু ক্যাটরিনা বস্তুবাদে বিশ্বাস করে না। আমার কাছে উপহার দেওয়ার অর্থ রসিকতা করে মানুষকে হাসানো। কিন্তু অনেক সময় কী নিয়ে রসিকতা করব সেটাও মাথায় আসে না। আমি এই ব্যাপারে সত্যিই সাংঘাতিক।”ক্যাটরিনা কোন ধরনের উপহার পছন্দ করেন। অভিনেতা জানান, ক্যাটরিনাকে দেওয়া তাঁর সেরা উপহার হল এক শিল্পীর হাতে আঁকা ছবি। ভিকির কথায়, “ক্যাটরিনা শিল্প সামগ্রী খুব পছন্দ করেন। তাই হাতে আঁকা এই ছবি ওকে উপহার দিয়েছিলাম। জীবনে প্রথম সেই বার আমি হাতে আঁকা ছবি কিনেছিলাম। এ সব নিয়ে আমার কোনও ধারণাই ছিল না। কিন্তু এখন ভাল লাগে। যে দেওয়ালে ওই ছবি টাঙানো রয়েছে, সেটি আমার খুব পছন্দের। এই ছবিটি শিল্পী জিআর ইরান্নার আঁকা। এই প্রথম আমি ওঁর নাম উল্লেখ করছি, কারণ এমএফ হুসেইন ছাড়া আর কোনও শিল্পীর নামই আমি জানতাম না।”

ক্রিকেট তারকা হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে নাতাশা স্তানকোভিচের বিচ্ছেদের জল্পনা। পেশায় রূপটানশিল্পী এক তরুণী প্রাচী সোলাঙ্কির সঙ্গে নাম জড়ায় হার্দিকের। নিজের ব্যাগ গুছিয়ে ফেলেছিলেন নাতাশা। হার্দিকের সঙ্গে এক ছাদের নীচে থাকছিলেন না নাতাশা। এ বার কি দেশও ছাড়লেন? মুম্বই বিমানবন্দরে সার্বিয়ান মডেল। সঙ্গে ছেলে অগস্ত্য। ব্যাগপত্তর নিয়ে তিনি কোথায় চললেন? সার্বিয়াতে গিয়েই একটি ছবি পোস্ট করলেন নাতাশা। একটি বাড়ির বারান্দা থেকে তোলা সেই ছবি। ছবিতে লেখা, ‘‘হোম সুইট হোম’’।