October 3, 2024

লাল-হলুদ ডেরায় কুয়াদ্রাতের সামনে পুলিশ বিধ্বস্ত, পুলিশকে ৬ গোলের মালা পরাল ইস্টবেঙ্গল সেনারা

0

ইস্টবেঙ্গল-৬ পুলিশ-০
(সায়ন, বিষ্ণু, শ্যামল, জেসিন-২, আমন)

লাল-হলুদ আক্রমণ আছড়ে পড়ল পুলিশ এসি-র পেনাল্টি বক্সে। গোলর বন্যা বইল ইস্টবেঙ্গল মাঠে। লাল-হলুদ ব্রিগেড ৬-০ গোলে হারাল পুলিশকে। কাস্টমসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হার। ডার্বির পরের ম্যাচেই ড্র করেছিল লাল-হলুদ। পুলিশকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে খেলা। ইস্টবেঙ্গলে সই করা জিকসন সিংকে উপস্থিত। সায়ন-বিষ্ণুরা বিধ্বস্ত করলেন পুলিশকে। পুলিশ এসি কোনওভাবেই ইস্টবেঙ্গলকে বেগ দিতে পারেনি।

সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোলে শুরু। পুলিশের কোচ প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী, তাঁর ছেলেদের ভিতরে লড়াকু মানসিকতা তৈরি করতে পারেননি। সায়নের প্রথম গোলটির ক্ষেত্রে পুলিশের গোলকিপারের হাতে লেগে গোল হয়ে যায়। দুজন পুলিশের ডিফেন্ডারের মাঝখান দিয়ে ছিটকে গিয়ে বিষ্ণু ২-০ করেন ইস্টবেঙ্গলের হয়ে।

জেসিনের পাস থেকে শ্যামল বেসরা ৩-০ করেন। জেসিন জোড়া করেন। লাল-হলুদের হয়ে ষষ্ঠ গোলটি করেন আমন সিকে। এক্ষেত্রে পাস বাড়ান জেসিন। গোল করলেন, গোলের পাস দিলেনও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed