October 7, 2024

‘ভারত গৌরব’ ও ‘‌মোহনবাগান রত্ন’‌ পাচ্ছেন ‘মহারাজ’, মোহনবাগান ও ইস্টবেঙ্গল থেকে সম্মানিত হচ্ছেন সৌরভ

0

সৌরভকে সম্মান জানানো নিয়েও দুই ক্লাবের লড়াই। মোহনবাগান সমর্থকেরা বলছেন তাদের ঘোষণার পরেই ইস্টবেঙ্গলের সিদ্ধান্ত। ইস্টবেঙ্গলের সদস্য-সমর্থকদের পাল্টা দাবি। প্রথমে মোহনবাগান ঘোষণা করেছে ‘মোহনবাগান রত্ন’ দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ইস্টবেঙ্গলও ভারতের প্রাক্তন অধিনায়ককে ‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত ঘোষণা করল। ‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী সমিতির সভায় এই সিদ্ধান্ত। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে।

খেলোয়াড় জীবনে ন’বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সৌরভ। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সবুজ-মেরুন তাঁবুতে এসেছেন। শেষ বার এসেছিলেন গত ২১ ডিসেম্বর মোহনবাগান তাঁবুতে অমর একাদশের মূর্তি উন্মোচনে। সৌরভের হাতে নতুন সদস্য কার্ড তুলে দেওয়া হয় ক্লাবের তিনি জানিয়েছিলেন, তিনি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবেরই সমর্থক। তবে মোহনবাগানের সঙ্গে একটু বেশি ‘ঘনিষ্ঠ’। ‘মোহনবাগান রত্ন’ পুরস্কার ২৯ জুলাই ক্লাবের প্রতিষ্ঠা দিবসে সেই পুরস্কার তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট ক্রীড়াবিদের হাতে। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন গৌতম সরকার। তার আগের বছর পেয়েছিলেন শ্যাম থাপা। প্রথম বার কোনও ক্রিকেটারকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। অতীতে হকিতে গুরবক্স সিংহ এবং কেশব দত্তকে ‘মোহনবাগান রত্ন’ সম্মান দেওয়া হয়েছে। সৌরভ ছাড়াও সেই দিন আরও কয়েকটি পুরস্কার দেওয়া হবে। গত মরসুমের সেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন দিমিত্রি পেত্রাতোস। সেরা ফরোয়ার্ড হচ্ছেন মনবীর সিংহ। সেরা জুনিয়র ফুটবলারের পুরস্কার যাচ্ছে সুহেল ভাটের হাতে।

ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বোঝানো হয়েছে, সৌরভের সঙ্গে লাল-হলুদ কর্তা দেবব্রত সরকারের হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে ২৩ জুন সৌরভ এই সম্মান নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন। মোহনবাগান দিবস ২৯ জুলাই। সেই দিন সবুজ-মেরুন সম্মান দেবে সৌরভকে। তিন দিন পর তাঁকে সম্মান দেবে লাল-হলুদ। ১ অগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। সেই দিন ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে সৌরভকে। ইস্টবেঙ্গলের ‘ভারত গৌরব’ সম্মান এর আগে দু’জন ক্রিকেটার পেয়েছিলেন। ২০১৯ সালে কপিল দেবকে এই সম্মান দেওয়া হয়েছিল। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ককে সম্মানিত করছিল শতবর্ষ প্রাচীন ক্লাব। ২০২২ সালে ঝুলন গোস্বামীকে দেওয়া হয় ‘ভারত গৌরব’ সম্মান। তিনি ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। সৌরভকে এই সম্মান দেওয়া হবে। তৃতীয় ক্রিকেটার হিসাবে এই সম্মান পাচ্ছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed