October 7, 2024

ট্রেন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে উঠছে প্রশ্ন?‌ বেস্ট উইশেস ফ্রম ডিব্রুগড় এক্সপ্রেস ডিরেইলমেন্ট সাইট, জন্মদিনে রেলমন্ত্রীর এক্স হ্যান্ডেলেই বার্তা

0

প্রায় ১০ থেকে ১২টি কামরা বেলাইন। পুরোপুরি উল্টে যায় ট্রেনের তিনটি বগি। চন্ডীগড় থেকে অসমের ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল ট্রেনটি। দুপুর আড়াইটে নাগাদ ঝিলাহি স্টেশনের কাছে হঠাৎই এই দুর্ঘটনা ঘটে। এসি কোচগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত এবং মৃত্যুর সংখ্যা এখনও স্পষ্টভাবে জানা না গেলেও বহু হতাহতের আশঙ্কা রয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের। রেলের তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রত্যেকের পরিবার পিছু ১০ লক্ষ এবং গুরুতর জখমদের ২.৫ লক্ষ এবং তুলনায় কম আহতদের ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ট্রেনের লোকো পাইলট জানিয়েছেন, দুর্ঘটনার ঠিক আগে তিনি বিকট এক শব্দ শুনেছিলেন। এই তথ্য পাওয়ার পর, রেলওয়ে কমিটি একটি উচ্চ পর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। বেশ কয়েকটি ট্রেনের সাধারণ লাইন পরিবর্তন করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত তাঁর রাজ্য থেকে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অসম সরকার ঘটনার সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য চালাতে।‌

https://twitter.com/rounak_0203/status/1813887960250552689?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1813887960250552689%7Ctwgr%5Ef36741193d75feb99b5154bcf3e3bb834d986209%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.aajkaal.in%2Fstory%2F19696%2Fnetizen_criticise_rail_minister_on_his_birthday_amid_dibruagrh_express_derailment

রেলমন্ত্রীর জন্মদিনের দিনই ঘটে গেল রেল দুর্ঘটনা। ১৮ জুলাই দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জন্মদিন। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেকেই। তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য রেলমন্ত্রীও প্রধানমন্ত্রীকে তাঁর এক্স হ্যান্ডেল-এ ধন্যবাদ জানিয়েছেন। উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার পর, প্রধানমন্ত্রী রেলমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে যে পোস্ট করেছিলেন সেটিকে রিপোস্ট করে ক্ষতিগ্রস্ত ডিব্রুগড় এক্সপ্রেসের কামরার ছবি দিয়ে নেটিজেনরা অনেকেই পোস্ট করেছেন। কেউ তাঁর পোস্টে লিখেছেন ‘বেস্ট উইশেস ফ্রম ডিব্রুগড় এক্সপ্রেস ডিরেইলমেন্ট সাইট।’ আবার কেউ বা লিখেছেন ‘নো অ্যামাউন্ট অফ ট্রেন ডিরেইলমেন্টস ক্যান ডিরেইল অশ্বিনী বৈষ্ণব ফ্রম হিজ রিজল্ভ।’ আবার এই মন্তব্যও দেখা গিয়েছে, ‘স্যার ও তো আপ সে বড়া খিলাড়ি হ্যায়।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed