October 3, 2024

ঐশ্বর্যা রাই ও অভিষেক বচ্চনের সম্পর্কে ভাঙন!‌ অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে জোর চর্চা

0

ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কে ভাঙন। অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে দম্পতি একসঙ্গে প্রবেশ করেন নি। সমাজমাধ্যমে ঐশ্বর্যা ও অভিষেকের সম্পর্ক নিয়ে নানা পোস্ট। এরই মধ্যে হিনা খন্ডেলওয়াল নামে এক মহিলা সমাজমাধ্যমে ভারতীয় দম্পতিদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা কী ভাবে বাড়ছে তা নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টটি লাইক করেছেন স্বয়ং অভিষেক। সত্যিই কি অভিষেক ও ঐশ্বর্যা বিচ্ছেদ? হিনা খন্ডেলওয়াল তাঁর পোস্টে লিখেছিলেন, “ভালবাসাই যখন কঠিন হয়ে ওঠে, দীর্ঘ কাল বিবাহিত জীবন যাপন করা দম্পতিরাও তখন বিচ্ছেদের পথে হাঁটেন। কী এমন ঘটে যার জন্য এত বছরের বৈবাহিক জীবনে ইতি টানতে হয়?”অম্বানীদের বিয়েতে আলাদা প্রবেশ করলেও, বিয়ের অন্দরমহলে পাশাপাশি বসে থাকতে দেখা যায় অভিষেক ও ঐশ্বর্যাকে। তাঁদের সঙ্গে ছিলেন আরাধ্যা বচ্চনও।

স্ত্রীর জন্মদিনে আবেগপূর্ণ পোস্ট করলেন নিক জোনাস। বৃহস্পতিবার প্রিয়াঙ্কা চোপড়ার ৪২তম জন্মদিন। বিশেষ দিনে অভিনেত্রীকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানালেন নিক। প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন নিক। প্রিয়ঙ্কা মোনোকিনিতে সুইমিং পুলের ধারে বসে। সমুদ্রসৈকতে দম্পতিকে চুম্বনরত অবস্থায়। প্রিয়াঙ্কা একা। আবারও সমুদ্রের ধারে প্রিয়ঙ্কার হাত ধরে রয়েছেন নিক। ছবি পোস্ট করে নিক লেখেন, ‘‘আমি ভাগ্যবান বলে তোমার মতো নারীকে পেয়েছি। শুভ জন্মদিন।’’

অর্জুনের কপূরের সঙ্গে সম্পর্কে ছেদ অভিনেত্রী মালাইকা অরোরার। অভিনেত্রীর পোস্টে ধরা পড়ল এক অপরিচিত পুরুষ। মালাইকা এই মুহূর্তে স্পেনে ছুটি কাটাচ্ছেন। বিকিনি পরা ছবি নেটদুনিয়ার উষ্ণতা বাড়িয়েছে। মালাইকার ইনস্টাগ্রাম স্টোরিতে ধরা পড়ল স্পেনের খাবার-সহ নানা মুহূর্ত। অপরিচিত পুরুষের অবয়ব। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে, মালাইকার পোস্টে কে এই রহস্যময় পুরুষ? অম্বানীদের বিয়েতে দেখা যায়নি মালাইকাকে। সেই বিয়েতে মন খুলে নাচতে দেখা গিয়েছে অর্জুন কপূরকে।

অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টকে সমাজমাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছে বলেন, ছুটি কাটাতে তিনি উড়ে গিয়েছিলেন স্পেনে। কার সঙ্গে গিয়েছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী।

ভারত সভরে শুভ্রবসনা কিম। মুকেশ এবং নীতা অম্বানীর ছোট ছেলে অনন্তের বিয়ে উপলক্ষে ভারতে কিম ও তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান। ভারতীয় শিল্পীদের তৈরি করা পোশাকে একের পর এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দুই বোন। হোটেলে শ্বেত পাথরের অন্দরসজ্জার সঙ্গে রং মিলিয়ে সাদা পোশাকে কিম। শ্বেত পাথরের একটি হাতির সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন কিম। আবার সাদা জাফরির সামনে ছবিতে রয়েছেন বোন ক্লোয়িও। কিমের পরনে সাদা পোশাক, দুই হাতে শঙ্খের বালা।

একটি ছবিতে কিম ধরে রয়েছেন পদ্ম ও বেলের মালা, অন্য একটি ছবিতে হলুদ ও কুমকুমের পাত্র। কপালেও কুমকুমের ছোঁয়া। কিম ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গেও ছবি ভাগ করে নিয়েছেন। ভারতে এসে ইস্কন মন্দিরে গিয়েছিলেন সুন্দরী। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি শিশুদের খাওয়ানোর ভারও নিয়েছিলেন কিম।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed