কলকাতা লিগে প্রথম জয়, পিয়ারলেসকে হারাল মোহনবাগান
তিন ম্যাচ পর কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান। নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান জিতল পিয়ারলেসের বিরুদ্ধে। পরপর দুই ম্যাচ ড্রয়ের পর কলকাতা ডার্বিতে হারতে হয়েছিল বাগানকে। চাপ নিয়েই মাঠে নেমেছিল সবুজ মেরুন। চাপের ম্যাচে পিয়ারলেসকে ১-০ গোলে হারালেন সুহেল ভাটরা। ম্যাচের একমাত্র গোলটি করেন টংসিন। ২২ মিনিটের মাথায় বাগানকে এগিয়ে দেন টংসিন। একক দক্ষতায় পিয়ারলেসের ফুটবলারদের ড্রিবল করে বক্সের ঠিক বাইরে থেকে শট মারেন।
ঝাঁপিয়েও গোল বাঁচাতে পারেননি পিয়ারসেল গোলরক্ষক সত্যব্রত মান্না। গোলের শট বাদ দিলে প্রথমার্ধে বেশি সুযোগ তৈরি করতে পারেনি বাগান। দ্বিতীয়ার্ধের শুরুতে বৃষ্টি হওয়ায় বেশ কিছুটা অসুবিধার মুখে পড়তে হয় দুই দলের ফুটববলারদেরই। মাঠ পিছলে যাওয়ায় দৌড়তে অসুবিধা হচ্ছিল, খেলার ছন্দ বেশ কয়েকবার নষ্ট হয়। তবে পিছিয়ে থাকায় একাধিকবার আক্রমণ তুলে আনে পিয়ারলেস। কিন্তু বাগান ডিফেন্সকে ভাঙতে পারেননি ফুটবলাররা। ১-০ জয়ে এদিন ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ল মোহনবাগান।