October 3, 2024

ওমানে তেলের ট্যাঙ্কার ডুবে মৃত?‌ নিখোঁজ ১৬ জনের মধ্যে ১৩ জন ভারতীয়

0

ওমান উপকূলে তেলের ট্যাঙ্কার ডুবে ১৩ ভারতীয়-সহ ১৬ জন ক্রু সদস্য নিখোঁজে। বাকি তিনজন ক্রু ছিলেন শ্রীলঙ্কার। ঘটনাটি সোমবার দুপুরে ঘটেছে মঙ্গলবার এই ঘটনার কথা ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার(এমএসসি) এক্স-এর একটি পোস্টে জানানো হয়েছে একটি কমোরো-পতাকাবাহী তেল ট্যাঙ্কার বন্দর শহর ডুকমের কাছে রাস মাদরাকাহ থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ডুবে গেছে। ট্যাঙ্কারটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল।

ডুকম বন্দরটি ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত, সালতানাতের প্রধান তেল ও গ্যাস খনির প্রকল্পগুলির কাছাকাছি, যার মধ্যে একটি বড় তেল শোধনাগার রয়েছে যা ওমানের বৃহত্তম একক অর্থনৈতিক প্রকল্প ডুকমের বিশাল শিল্প অঞ্চলের অংশ। জাহাজটিকে এখন প্রেস্টিজ ফ্যালকন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাহাজের অন্যান্য ক্রু এখনও নিখোঁজ। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। জাহাজটি ২০০৭ সালে নির্মিত একটি ১১৭-মিটার দীর্ঘ তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়ে ডুবে গিয়েছে বলে জানা গেছে। ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রে পড়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়।

২০০৭ সালে তৈরি হয়েছিল ১১৭ মিটার দীর্ঘ ট্যাঙ্কারটি। মূল তেলের ট্যাঙ্ক বহন করে। তবে এই জাহাজটি ছোট যাত্রাপথে মাল বহনের ক্ষেত্রেও ব্যবহার করা হত। ওমানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুকম বন্দর। সেখানেই একটি বড় তেল শোধনাগার রয়েছে। প্রায় ছোট, বড় জাহাজ বিভিন্ন দিকে পাড়ি দেয়। ওই সব জাহাজগুলিতে কাজ করেন অনেক ভারতীয়। এছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে ওমানে কাজের সন্ধানে আসেন মানুষ।

মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে জানানো হয়েছে, ‘কমোরসের একটি অয়েল ট্যাঙ্কার ওমানের দুকম বন্দরের কাছে রাস মাদ্রকাহ থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ডুবে যায়।’ সোমবার তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি যাচ্ছিল ইয়েমনি বন্দরের দিকে। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এমনকী সমুদ্রে তেল পড়েছে তাও এখনও পর্যন্ত জানা যায়নি। ওই জাহাজ থাকা প্রত্যেক যাত্রী ও ক্রু সদস্য কর্মসূত্রে ওমানে ছিলেন। ওমান প্রশাসনের তরফে তল্লাশি জারি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed