February 17, 2025

মহরমে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর, শহরের বিভিন্ন প্রান্তে মহরমের তাজিয়া, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

0
Maharam

মহরমে বিশেষ বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, “অন্যায়ের সঙ্গে আপস না করার শিক্ষা দেয় মহরম।” সকলকে একসঙ্গে শান্তির পথে এগোনোর বার্তা। মহরম উৎসবে পালনে যাতে কারও সমস্যা না হয় সেদিকে প্রথম থেকেই নজর রাজ্যের। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুখ্যমন্ত্রীর সুরেই বলেন, “আমাদের যে স্লোগান ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এটা মাথায় রেখে সবাই উৎসব পালন করুন। মহরম ও উল্টোরথ-সহ বিভিন্ন উৎসবে সবাই পালন করুন। কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা যেন না হয়, সেটা খেয়াল রাখবেন। পুলিশ, প্রশাসন সবরকমভাবে প্রস্তুতি সেরে রেখেছে।”

মহরমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ফলপ্রসু। বিভিন্ন প্রান্তে নজরে পড়ছে মহরমের তাজিয়ার প্রস্তুতি। বড় তাজিয়াগুলোর রুটে পুলিশের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা আটকে দেওয়ার পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলোতে সকাল থেকেই মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। এদিকে,মহরমের প্রস্তুতি দেখার সময় বিপত্তি! হাত থেকে তরোয়াল ছিটকে বুকে বিদ্ধ হয়ে মৃত্যু ১৩ বছরের নাবালকের। শোকের ছায়া মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতায়। মুর্শিদাবাদের সুতি থানার জগতাই গ্রাম পঞ্চায়েতের অধিকারীপাড়া এলাকায় মৃত নাবালকের নাম অসিকূল শেখ(১৩)। তার বাড়ি সামশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে। দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহরমের জন্য তরোয়াল খেলার প্রস্তুতি চলছিল অধিকারীপাড়া এলাকায়। একেবারে গঙ্গা তীরবর্তী এলাকায় প্রস্তুতি দেখছিল। সেখানে ছিল নাবালক অসিকূল শেখ। সেসময় এক স্থানীয় যুবকের হাত থেকে তরোয়াল ছিটকে যায়। তাতেই বিদ্ধ হয় অসিকূল। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি এবং সামসেরগঞ্জ থানার পুলিশ। শান্তিতে ধর্মীয় উৎসব পালনের বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মুর্শিদাবাদে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed