রাজ্যপাল সম্পর্কে কোনও কুকথা নয়, মুখ্যমন্ত্রীকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রসঙ্গে কোনও মানহানিকর বা ভুল মন্তব্য নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-সহ রাজ্যের আরও বাকি তিন তৃণমূল নেতা-নেত্রীকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী ছাড়া বাকি তিনজন হলেন দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার এবং দলের নেতা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ।
রাজ্যপালের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্যে তাঁর মানহানি হয়েছে। সোমবার এই মামলার শুনানিতে রাজ্যপালের আইনজীবী বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যপাল সম্পর্কে যে মন্তব্য করেছেন তা মানহানিকর ও বিদ্বেষমূলক। যদিও এর পরেই মুখ্যমন্ত্রীর আইনজীবী বলেন, রাজভবনের মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। সেজন্যই এটা মানহানিকর নয়। মন্তব্য সবার স্বার্থেই।