বোলিং শুরু করলেন সামি, ভারতের ক্রিকেট প্রেমীদের জন্য সামির বোলিং অনুশীলনের ভিডিও
চলতি বছরের গোড়ার দিকে অস্ত্রোপচার হয় সামির। দীর্ঘ আট মাস বিশ্রাম। ঘরের মাঠে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল ২০২৪ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ-সহ একাধিক সিরিজে নামেননি সামি।২০২৩ বিশ্বকাপে সাতটি ম্যাচে ২৪টি উইকেট নেন সামি। আগুনে পেসে ঝলসে যায় প্রতিপক্ষ। শ্রীলঙ্কা সফরেও সামি ফিরতে পারবেন না জাতীয় দলে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে জশপ্রীত বুমরাহ বিশ্রাম নেবেন। সেই সিরিজের আগে সামি সুস্থ হয়ে ওঠার অপেক্ষায়।
ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছিলেন। বিশ্বকাপের অব্যবহিত পরে জানা যায় গোড়ালির চোট নিয়ে বিশ্বকাপে নেমেছিলেন। ব্যথা কমার ইঞ্জেকশন নিতেন মেগা ইভেন্ট চলাকালীন। মহম্মদ সামি নেটে বোলিং অনুশীলন শুরুর ভিডিও সমাজমাধ্যমে।