ট্রাম্পকে খুনের ছক! এ কে ৪৭-সহ গ্রেপ্তার যুবক, ‘আয়রন ম্যান স্যুট’ বানানোর সময় এসে গিয়েছে! ট্রাম্প-হামলার পর পরিকল্পনা ধনকুবেরের
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কানের পাশ ঘেঁষে চলে গিয়েছে মৃত্যু। এবার ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমাবেশে ঢোকার আগেই একে-৪৭ রাইফেল-সহ গ্রেপ্তার আততায়ী। কানে ব্যান্ডেজ নিয়ে সমাবেশে উপস্থিত খোদ ডোনাল্ড ট্রাম্প। ওই কর্মসূচিতে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টায় রত এক যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ। আমেরিকার মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনের আয়োজনে উপস্থিত ডোনাল্ড ট্রাম্প-দহ দলের সব শীর্ষ নেতৃত্ব। সদ্য হামলার মুখে পড়া ডোনাল্ড ট্রাম্পের জন্য নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি ছিল। সেখানেই মুখে স্কি মাস্ক পরে যোগ দিতে আসা এক যুবককে দেখেই সন্দেহ হয় পুলিশের। কনভেনশন সেন্টারে প্রবেশ করতে বাধা দেয় পুলিশ। সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই মেলে একে৪৭ রাইফেল-সহ অসংখ্য গুলি। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনের কাছে আরও এক সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে ট্রাম্পের উপর হামলার উদ্দেশ্য নিয়েই সেখানে উপস্থিত হয়েছিল যুবক। ধারালো ছুরি নিয়ে কনভেনশন চত্ত্বরে ঘোরাঘুরি করছিল ২১ বছরের ওই যুবক। পুলিশ বার বার তাঁকে ছুরি ফেলে দিতে বললেও, পুলিশের নির্দেশ অগ্রাহ্য করায় গুলি করে পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার পর মার্ভেলের সুপারহিরো চরিত্র আয়রন ম্যানের মতো ‘ধাতব স্যুটের বর্ম’ তৈরি করতে চান টেসলার প্রধান ইলন মাস্ক। আন্তর্জাতিক এক সংবাদ সংস্থা সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে ইলন মাস্ক বলেন, ‘হয়তো এখন সেই উড়ন্ত ধাতব স্যুটের বর্ম তৈরির সময় এসেছে’। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করার জন্য টেসলার প্রধানকে নিজের নিরাপত্তা বিষয়ে জোর দেওয়ার পরামর্শ দেন এক্সের ব্যবহারকারী। মাস্ক বলেন, ‘সামনে অনেক বিপদ রয়েছে। ‘গত আট মাসে’ দুই ব্যক্তি ‘ভিন্ন ভিন্ন সময়ে’ তার উপর হামলার পরিকল্পনা করেছে বলেও জানান। টেক্সাসে অবস্থিত টেসলার সদর দপ্তর থেকে মাত্র ২০ মিনিট গাড়ি চালানোর দূরত্ব থেকে তাদের বন্দুকসহ গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন মাস্ক। ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা করেছেন রাষ্ট্রপ্রধানরা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের প্রতি ‘পুরোপুরি’ সমর্থন জানিয়েছেন তিনি। ট্রাম্পকে নির্বাচনে জেতানোর জন্য কাজ করা রাজনৈতিক কমিটি ‘আমেরিকা প্যাক’-এ অনুদানও দিয়েছেন মাস্ক।