‘আমেরিকার হিটলার’ই প্রেসিডেন্ট পদপ্রার্থী, পেনসিলভেনিয়ার ঘটনার পর প্রথম বার জনসমক্ষে ট্রাম্প

ডান কানে সাদা ব্যান্ডেজ। হামলার ঘটনার পর প্রথম জনসমক্ষে ট্রাম্প। আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী। খবরে সিলমোহর। রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ডোনাল্ড ট্রাম্পই প্রেসিডেন্ট পদপ্রার্থী। সহকর্মীদের ভোটে জেতেন। নিজের ‘রানিং মেট’ বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীও বেছে নেওয়া হয় সম্মেলনে। ওহায়োর সেনেটর জেডি ভ্যান্সকে এই পদের জন্য মনোনীত করেছে রিপাবলিকান পার্টি। ট্রাম্প নিজেই ভ্যান্সের নাম প্রস্তাব করেন। ৩৯ বছর বয়সি রাজনীতিক ভ্যান্স একটা সময় তাঁকে ট্রাম্পের সবচেয়ে বড় সমালোচক।
ট্রাম্পকে ‘আমেরিকার হিটলার’ বলেও অভিহিত করেছিলেন ভ্যান্স। ২০২১ সাল থেকে ভ্যান্স এবং ট্রাম্পের মধ্যে সমঝোতা তৈরী হয়। পেশায় আইনজীবী ভ্যান্স ২০২৩ সালে ওহায়োর সেনেটর হিসাবে নির্বাচিত হন। ট্রাম্প একটি পোস্ট করে লেখেন, ‘‘ভাইস প্রেসিডেন্ট হিসাবে জেডি আমাদের সংবিধানের জন্য লড়াই চালিয়ে যাবেন। আমাদের সেনাবিহিনীর পাশে দাঁড়াবেন। আমেরিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার পাশে থাকবেন।’’ গত শনিবার পেনসিলভেনিয়াতে ভোট প্রচারে বক্তৃতা দেওয়ার সময়েই আক্রান্ত হন ট্রাম্প। তাঁর মঞ্চ থেকে ১৩০ গজ (১১৯ মিটার) দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়েছিলেন টমাস ক্রুক। ডনের কান ছুঁয়ে বেরিয়ে যায় সেই গুলি। তবে ক্রুকের ছোড়া গুলিতে ট্রাম্পের দলের এক জন সমর্থক নিহত হন। ‘বুলেট নয়, বাছুন ব্যালট, আমরা শত্রু নই, বন্ধু’! সমর্থকদের উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে ট্রাম্প মিলাওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেন ট্রাম্প।