October 7, 2024

রিঙ্কুর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, পুরস্কার নেওয়ার সময় টুল এগিয়ে দিলেন সতীর্থ বিষ্ণোই

0

৫ ফুট ৫ ইঞ্চির রিঙ্কু। রিঙ্কু সিংকে নিয়ে মজা সতীর্থেদের। কেকেআর-ই হোক বা ভারতীয় দল। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের সিরিজে সেরা ফিল্ডার রিঙ্কু। পুরস্কার নেওয়ার সময়ে হাসাহাসি ভারতীয় ক্রিকেটারদের। টুল এগিয়ে দিলেন রবি বিষ্ণোই। জোর করে তোলা হল টুলের উপর। সফরের কোচ ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়ের বিরুদ্ধে ফিল্ডিং কোচের দায়িত্ব সামলানো অসমের প্রাক্তন ক্রিকেটার শুভদীপ ঘোষকে বলেন সেরা ফিল্ডারের হাতে পদক তুলে দিতে। শুভদীপ পুরস্কার তুলে দেননি। লক্ষ্মণকেই বলেন রিঙ্কুর হাতে পুরস্কার তুলে দিতে। রিঙ্কুকে টুল এগিয়ে দেন বিষ্ণোই। সেটার উপর দাঁড়িয়ে কিছু বলতে বলা হয়। রিঙ্কু পালিয়ে যাচ্ছিলেন। জোর করে রিঙ্কুকে তোলা হয় টুলের উপর। টুল তখন পুরস্কারের মঞ্চ।

ভারতীয় দলের সাজঘরে সেরা ফিল্ডারকে পুরস্কার দেওয়ার রীতি রয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে সেরা ফিল্ডার হয়ে আপ্লুত রিঙ্কু বলেন, ব্যাটিংয়ের থেকে ফিল্ডিং করতে বেশি পছন্দ করেন। পুরস্কার নিয়ে টুলের উপর দাঁড়িয়ে রিঙ্কু বলেন, “এটা ঈশ্বরের ইচ্ছে। সকলের সঙ্গে খেলতে পেরে ভাল লাগছে। ব্যাটিংয়ের থেকে ফিল্ডিং করতে আমি বেশি ভালবাসি। আমি দৌড়তে ভালবাসি। যত ক্ষণ না দৌড়চ্ছি আমার শরীর গরম হয় না।”

https://twitter.com/BCCI/status/1812704956438208805?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1812704956438208805%7Ctwgr%5E8242dfcc82951e1332428dd8dffacf89fc202237%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_editid%3D1531321
ভারতের হয়ে ২০টি টি-টোয়েন্টি এবং দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন রিঙ্কু। ১৪টি ক্যাচ নিয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৪৭১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে না থাকলেও রিজার্ভ দলে ছিলেন রিঙ্কু। ট্রফি জয়ের পর তিনি চলে যান জ়িম্বাবোয়ে। সেখানে প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে ৪৮ রান করেন। বাকি তিনটি ম্যাচে সে ভাবে রান করতে না পারলেও ফিল্ডার হিসাবে পুরস্কার পান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed