ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস, জয় করলেন উত্তরপাড়ার পর্বতারোহী শুভম চট্টোপাধ্যায়
মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছেন। এবার পর্বতারোহণের ইতিহাসে নজির। প্রথম ভারতীয় হিসাবে শুভম আগ্নেয় পর্বতশৃঙ্গের শিখরে দুর্গমতম উত্তর দিক দিয়ে আরোহণ করে সেই দিক দিয়েই নেমেছেন। ১ জুলাই রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন হিন্দমোটরের বাসিন্দা শুভম চট্টোপাধ্যায়। ৯ দিনের কঠিন চ্যালেঞ্জ। ৫,৬৪২ মিটার উচ্চতাযর পর্বত শৃঙ্গ অভিযানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তরুণ পর্বতারোহীকে। একদিকে তুষার ঝড় অন্যদিকে, পাহাড়ি বরফের গর্ত, ৯ জুলাই পাহাড়ের শিখরে দেশের জাতীয় পতাকা ওড়ান শুভম। পাহাড়ি ফ্রস্টবাইটে ক্ষতিগ্রস্ত হয়েছে মুখের চামড়া।
শুভমই প্রথম বাঙালি, যে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ সবচেয়ে দুর্গম পথ দিয়ে জয় করলেন। অভিযানে সব থেকে বড় চ্যালেঞ্জ ভাষা। কারণ সহ শেরপারা সকলেই রাশিয়ান হওয়ায় ভাষাগত সমস্যা। বড় চ্যালেঞ্জ ছিল তুষার ঝড় ও পাহাড়ের বরফের অদৃশ্য গর্ত। সকলে মিলে একে অপরকে সাহায্য করে তাঁরা এই দুর্গম শৃঙ্গ জয়। পর্বতের হাতছানি তাই পরের অভিযানের প্রস্তুতি শুরু পর্বতোরোহীর। ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছনোর টার্গেট রয়েছে শুভমের। শুভমের স্বপ্ন, সবথেকে কম সময়ের মধ্যে পৃথিবীর সাতটি সর্বোচ্চ শৃঙ্গ ও সাতটি আগ্নেয়গিরি আরোহণ।