জঙ্গি হামলায় নিহত চার জওয়ান, জম্মু-কাশ্মীরে ডোডায় তল্লাশি অভিযানে সেনাদের লক্ষ্য করে গুলি!
জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই। সঙ্গে জম্মু-কাশ্মীর পুলিশও। দুই পক্ষের লড়াইয়ে চার জওয়ান এবং এক পুলিশ কর্মী গুরুতর আহত। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জওয়ানদের। ভারতীয় সেনার সঙ্গে জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথ ভাবে সোমবার সন্ধ্যায় ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান। তল্লাশি অভিযানের সময় অতর্কিতে সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে গোলাবারুদ। পাল্টা জবাব দেন জওয়ানরাও। দু’পক্ষের গুলির লড়াই ২০ মিনিটের বেশি সময় ধরে চলে। জঙ্গিদের ছোড়া গুলিতে চার জওয়ান জখম হন। তাঁদের মধ্যে এক জন উচ্চপদস্থ সেনা আধিকারিকও ছিলেন। পাশাপাশি এক পুলিশ কর্মীর গায়েও গুলি লাগে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে ভোরে তাঁদের মৃত্যু হয়। জঙ্গল এলাকায় চার পাঁচ জন জঙ্গি লুকিয়ে থাকার সন্ধানে তল্লাশি অভিযান। জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় সন্ত্রাসী হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় ‘হাই অ্যালার্ট’ জারি করা। কাঠুয়া, কুলগাম-সহ একাধিক এলাকায় চলতি মাসেই সেনা বাহিনীর উপর জঙ্গি হামলা। সরকারি পরিসংখ্যানে, গত তিন বছরে জম্মুতে জঙ্গি হানায় ওই নিয়ে ৪৭ জন জওয়ানের মৃত্যু।