October 5, 2024

মমতাময়ী মুখ্যমন্ত্রীর মানবিক উদ্যোগ, ক্যানসার আক্রান্ত প্রাক্তন বাম মন্ত্রী বিশ্বনাথ এসএসকেএমে

0

ক্যানসার আক্রান্ত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিকিৎসার জন্য বিশেষ ভাবে উদ্যোগী। সাত বারের আরএসপি বিধায়ক দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছেন। আপাতত কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। বেসরকারি হাসপাতালের ক্যানসারের চিকিৎসা বিপুল ব্যয়সাধ্য হওয়ায় প্রাক্তন মন্ত্রীর পরিবার এবং তাঁর দলের পক্ষে ক্রমশই কঠিন হয়ে উঠছিল। সরকারি কোনও হাসপাতালে ভর্তি করিয়ে বিশ্বনাথের চিকিৎসা করাতেও পারছিলেন না।

সোমবার গভীর রাতে মমতা খবর পেয়েই সক্রিয় হন। মুখ্যমন্ত্রী এসএসকেএমের সুপারকে বলেন, প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথকে ওই বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে এসে এসএসকেএমে ভর্তি করানোর কথা। এসএসকেএমের সুপার বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর, হাসপাতালের তরফে যোগাযোগ করা হয় বিশ্বনাথের দলীয় সহকর্মীদের সঙ্গে। মঙ্গলবার বিকাল বা সন্ধ্যার মধ্যেই বিশ্বনাথকে এসএসকেএমে ভর্তি করানো যাবে। চৌত্রিশ বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ। ১৯৮৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কারা ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে তিনি এবং তাঁর দল মমতার সম্পূর্ণ ভিন্ন মেরুর বাসিন্দা। বাম জমানার প্রাক্তন মন্ত্রীকে বেসরকারি হাসপাতাল থেকে রাজ্যের সরকারি চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ সত্যিই মানবিক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed