অভিষেকের ক্লাব হারাল স্বরুপের ক্লাবকে, জবির গোলে সুরুচিকে হারিয়ে অপরাজিত ডায়মন্ড হারবার

কিবু ভিকুনার দল ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগে তিন নম্বরে
ডায়মন্ড হারবার: ১ (জবি জাস্টিন)
সুরুচি সংঘ: ০
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের দলের বিরুদ্ধে ম্যাচ উইনার অবতীর্ণ জবি জাস্টিন। লিগের প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জোড়া গোল। সুরুচি সংঘের বিরুদ্ধে গোল। কলকাতা লিগে অপরাজিত ডায়মন্ড হারবার এফসি। প্রথম থেকেই দাপটের সঙ্গে ফুটবল খেলতে শুরু করে কিবু ভিকুনার দল। সহজ সুযোগও হাতছাড়া করেন রাহুলরা। পালটা সুযোগ এসেছিল সুরুচি সংঘের কাছেও। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধেও ডায়মন্ড হারবারের ৬৬ মিনিটে ত্রাতা জবি জাস্টিন। বাঁদিক থেকে ভাসানো বলের ফ্লাইট মিস করেছিলেন সুরুচির গোলকিপার। ঠিক জায়গায় ছিলেন ডায়মন্ড হারবারের গিরিক। গোল লক্ষ্য করে হেড করেন। সুরুচির সংঘের ডিফেন্ডার বল ক্লিয়ার করার আগেই শরীর ছুঁড়ে দেন জবি। গোল করে একসঙ্গে সেলিব্রেশনেও মেতে ওঠেন জবি-গিরিক। প্রথম ম্যাচে জয় পাওয়ার পরই বিএসএস স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেছিল কিবু ভিকুনার দল। এরিয়ান ক্লাবকে হারিয়ে জয়ের সরণিতে ফেরে। বিধাননগরের এমএসসি গ্রাউন্ডে ম্যাচ জিতে ৪ ম্যাচে ১০ পয়েন্ট তুলে নিল তারা। লিগে অপরাজিত থেকে তিন নম্বরে অভিষেক ব্যানার্জ্জীর দল।