October 12, 2024

কোপা আমেরিকার রং নীল-সাদা, কলম্বিয়াকে হারিয়ে ফের সেরা মেসির আর্জেন্টিনা

0

আর্জেন্টিনা-১ কলম্বিয়া-০
(মার্টিনেজ)

ফিরে এল সেই মাহেন্দ্রক্ষণ। ১১২ মিনিটে অনবদ্য গোল মার্টিনেজের। বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠেন লিও মেসি। পুরো সময় খেলতে পারেননি। ৬৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন। কান্নায় ভেঙে পড়েন মহানায়ক। শেষটা অবশ্য মধুরেণ সমাপয়েৎ। কোপা আমেরিকা গেল সেই আর্জেন্টিনাতেই। ফাইনালে নীল-সাদা জার্সিধারীরা হারাল কলম্বিয়াকে। এক্সট্রা টাইমে লাওতেরো মার্টিনেজের অনবদ্য গোলে কোপা চ্যাম্পিয়ন হল নীল-সাদা জার্সিধারীরা। লিও মেসি চোট পেয়ে উঠে গিয়েছিলেন ৬৫ মিনিটে। বাঁধনহারা উচ্ছ্বাস। মেসি উঠে যাওয়ায় পরেও আর্জেন্টিনার দি মারিয়া, ডি পল, মার্টিনেজরা অধিনায়কের জন্য নিজেদের উজাড় করে দিলেন। নির্ধারিত নব্বই মিনিটে কোনও দলই গোল করতে পারেনি।

নির্ধারিত সময়ে শুরু হয়নি কোপা ফাইনাল। আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল বিলম্বিত। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে চূড়ান্ত বিশৃঙ্খলা। টিকিট ছাড়াই মাঠে ঢোকার চেষ্টায় অসংখ্য দর্শক। নিরাপত্তাকর্মীরা কিছুতেই তাদের নিরস্ত করতে পারছিলেন না। বৈধ টিকিট রয়েছে এমন অনেক দর্শক মাঠে ঢুকতে গিয়ে আহত হন। এমন অবস্থায় ফাইনাল শুরুর নির্ধারিত সময় দফায় দফায় পিছিয়ে দেওয়া হয়। শেষমেশ ভারতীয় সময় ৬.৪৫ মিনিট নাগাদ শুরু হয় খেলা। কলম্বিয়া চাপ তৈরি করে আর্জেন্টিনার উপরে। ৬ মিনিটে কর্ডোবার শট নীল-সাদা জার্সিধারীদের পোস্টে লেগে প্রতিহত হয়। তার পরেও চলে কলম্বিয়ার আক্রমণ। ২০ মিনিটে মেসির শট বাঁচান কলম্বিয়ার গোলকিপার ভারগাস। প্রথমার্ধে কলম্বিয়াকে অনেক সপ্রতিভ দেখিয়েছে। ৩৫ মিনিটে কলম্বিয়ান ডিফেন্ডারের কড়া ট্যাকলে চোট পান মেসি। তিনি মাঠে ফিরলেও সেভাবে জ্বলে উঠতে পারেননি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে উজ্জ্বল দেখায়। বেশ কয়েকবার কলম্বিয়ার রক্ষণে আক্রমণ তুলে আনে তারা। কিন্তু ৬৫ মিনিটে হৃদয় ভাঙে আর্জেন্টিনীয়দের। চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। কাঁদতে থাকেন তিনি। তবে গোলের দারুণ সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি আর্জেন্টিনা। অন্যদিকে নীল-সাদা জার্সিধারীদের বারের নীচে এমি মার্টিনেজ নিজেকে মেলে ধরেন। নব্বই মিনিটে খেলা গোলশূন্য থাকায় কোপা ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে গোলের দারুণ সুযোগ তৈরি করে ফেলেছিল কলম্বিয়া। সতর্ক ছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার। লাওতেরো মার্টিনেজের দুর্দান্ত গোলে আবার কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed