অম্বানীদের বিয়ে চর্চা চলছেই! উরফির সঙ্গে তুলনায় ট্রোলড জাহ্নবী! বিয়েবাড়িতে বচসা
অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রায় প্রতিটি অনুষ্ঠানেই সক্রিয় ভাবে যুক্ত অভিনেত্রী জাহ্নবী কপূর। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে গানের তালে পা মিলিয়েছেন জাহ্নবী। ট্রোলড জাহ্নবীকে উরফি জাভেদের তুলনা। আসন্ন ছবি ‘উলঝ’-এর ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন জাহ্নবী। পরনে নামী ব্র্যান্ডের পোশাক। করসেট জাতীয় পোশাকের উপরের অংশ দেখতে অনেকটা ব্লেজারের মতো। পোশাকের নীচের অংশে লম্বা স্লিট। এই পোশাক দেখেই জাহ্নবীর সঙ্গে উরফির তুলনা। ট্রোলিংকে পাত্তাই দেন না উরফি ও জাহ্নবী?
অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ে ‘শেষ হইয়াও হইল না শেষ’। ১২ জুলাই গাঁটছড়া বেঁধেছেন। তার পরেও চলেছে আশীর্বাদ অনুষ্ঠান এবং মঙ্গল অনুষ্ঠান। এখনও বাকি বিয়ের একাধিক পর্ব। লন্ডনেও বসবে বিশেষ প্রীতিভোজের আসর। প্রাক্-বিবাহ অনুষ্ঠানগুলি শুরু হয়েছিল চার মাস আগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের বহু খ্যাতনামী ব্যক্তি এই বিয়েতে আমন্ত্রিত ছিলেন। বিয়ে যেন এক বিরাট উৎসবের আকার নিয়েছে। ২০১৫-য় বিয়ে করেছিলেন সোহা আলি খান ও কুণাল খেমু। ঘনিষ্ঠ বন্ধু ও পরিজনকে সাক্ষী রেখে বিয়ে করেছিলেন তারকা জুটি। একেবারে ঘরোয়া পরিবেশে সোহা-কুণালের বিয়ের।
অম্বানীদের বিয়ের হইহই নেটদুনিয়ার মন্তব্য, “কোটি কোটি টাকা থাকলেও এই আনন্দ কেনা যায় না।” আর এক জন আবার লিখেছেন, “কোনও আড়ম্বর নেই। অথচ কী সুন্দর এই ভিডিয়ো।” ২০১৪-য় বাগদান সেরেছিলেন সোহা ও কুণাল। ২০১৫-র ২৫ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। বিয়েতে আড়ম্বর উদ্যাপন এড়িয়ে গিয়েছিলেন তারকা জুটি।
শিরোনামে বলিপাড়ার সঞ্জয় কপূর কন্যা শানায়া কপূর। ‘বেধড়ক’ ছবিতে আত্মপ্রকাশ করার কথা ছিল শানায়ার। কিন্তু তার কাজ বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছে। চর্চায় শানায়া। সম্প্রতি অম্বানীদের বিয়ের প্রায় সব ক’টি অনুষ্ঠানে আনন্দ করেছেন শানায়া। নিত্য নতুন লুকে অনন্ত-রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানে। হঠাৎ মাথা গরম করে রীতিমতো ঝগড়া করে বসলেন শানায়া। অনন্ত রাধিকা শুভ আশীর্বাদ অনুষ্ঠানে ঢোকার সময় নিরাপত্তা রক্ষীরা অভিনেত্রীর হাতব্যাগ পরীক্ষা করতে চান। তাতেই অসন্তুষ্ট হন শানায়া। ব্যাগ দেখাবেন না, এই দাবিতে তর্ক করতে শুরু করে দেন। অতিথি হিসেবে এই ‘নিরাপত্তা পরীক্ষণ’ তাঁর মোটেও ভাল লাগেনি। আইভরি রঙের কুর্তা পরে শানায় মাথায় ফুল গোঁজা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে শানায় এই ব্যবহার ভাল হয়নি?
নন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের ‘মঙ্গল উৎসব’ অনুষ্ঠানে দেখা যায় রকুলকে। সঙ্গে ছিলেন স্বামী জ্যাকি ভগনানি। কিন্তু ভোর হতেই বিপদ সিংহ পরিবারে। প্রায় ২ কোটি টাকার কোকেন-সহ ধরা পড়লেন অমন। তাঁর সঙ্গে ছিলেন চার নাইজেরিয়ার নাগরিক। তেলঙ্গনার নার্কোটিকস ব্যুরো ও রাজেন্দ্র নগর পুলিশের যৌথ অভিযানে এই বিশাল অঙ্কের মাদক ধরা পড়ে। বিয়ের পর থেকেই রকুল প্রীত ও জ্যাকি চর্চায়। বলিউডের এই নতুন দম্পতির বিয়ের ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল।
চলতি বছর ২১ ফেব্রুয়ারি দক্ষিণ গোয়ার সমুদ্রমুখী এক হোটেলে বিয়ে করেন রকুল-জ্যাকি। পঞ্জাবি রীতি মেনেই বিয়ে সারেন তাঁরা। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিপাড়ার অনেক তারকাই। বিয়েতে দিদির পাশেই সর্বক্ষণ দেখা গিয়েছিল অমনকে।