‘চ্যাম্পিয়ন’ কার্ল-কা রাজ আলকারাজ, টানা দু’বার উইম্বলডন জয়ীর নায়ক জোকার জকোভিচই
নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ঘাসের কোর্টে স্পেনের সাম্রাজ্য প্রতিষ্ঠা। পর পর দু’বার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ। ২ ঘণ্টা ২৭ মিনিটের ঘণ্টার লড়াইয়ে চেনাই গেল না নোভাক জকোভিচকে। একচ্ছত্র আধিপত্য দেখিয়ে নিজের কেরিয়ারে দ্বিতীয় উইম্বলডন খেতাব জিতে নিলেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ। ২৫ গ্র্যান্ড স্ল্যামের মালিক হওয়া হল না জকোভিচের। গতবারের উইম্বলডন ফাইনালেও জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন আলকারাজ। পাঁচ ঘণ্টার ফাইনাল খেলা হয়েছিল পাঁচ সেটে।
ফাইনাল তিন সেটেই শেষ করে স্প্যানিশ তারকা। একের পর ডাউন দ্যা লাইন শট খেলে দাঁড়াতেই দিলেন না জকোভিচকে। প্রথম দুটি স্ট্রেট সেটে জকোভিচকে হারিয়ে দেন তিনি। খেলার ফলাফল ছিল ৬-২, ৬-২। তৃতীয় সেট টাইব্রেকারে গেলেও ৭-৬(৭-৪) পয়েন্টে জিতে যান আলকারাজ। এদিন শুরু থেকেই দাপটের সঙ্গে খেলা শুরু করেছিলেন স্প্যানিশ তারকা। প্রথম সেট জিততে ৪১ মিনিট লেগেছিল আলকারাজের।সেন্টার কোর্টে চাপের ফাইনালে প্রথমেই এগিয়ে গিয়ে জকোভিচকে চাপে ফেলে দেন তিনি। দ্বিতীয় সেটেও কার্যত একই ছবি। নিজের খোলস ছেড়ে বেরোতেই পারেননি নোভাক। তৃতীয় সেটে অ্যাটাকের পরিমাণ বাড়িয়ে কিছুটা হলেও ম্যাচে ফিরে এসেছিলেন জকোভিচ। পরপর তিন সেট জিততে হত। তৃতীয় সেট টাইব্রেকারে গেলে ৩-১ পয়েন্টে এগিয়ে যান কার্লোস। দুর্দান্ত কামব্যাক ৬-৪ করেন নোভাক। সেখান থেকে নিজের ব্যাকহ্যান্ডের ভুলে পয়েন্ট দিয়ে বসেন।
Carlos Alcaraz, soak it all in 😍#Wimbledon pic.twitter.com/rIIT5fsGJ2
— Wimbledon (@Wimbledon) July 14, 2024
ম্যাচ জিতে প্রথমেই নিজের দলের দিকে দৌড়ে যান আলকারাজ। রেলিং টপকে পৌঁছে যান গ্যালারিতে। জড়িয়ে ধরেন বাবা, মা, কোচকে। উচ্ছ্বাস ছিল বাঁধনহারা। কোর্টে ফিরে ব্রিটেনের যুবরানি কেট মিডলটনের হাত থেকে ট্রফি নেন। চ্যাম্পিয়ন হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান ২১ বছরের আলকারাজ। প্রতিপক্ষের প্রতি সম্মান জানিয়ে বলেন, “জোকোভিচ লড়াকু প্রতিপক্ষ। ও দারুণ লড়াই করেছে। আমি শুধু নিজেকে শান্ত রেখেছিলাম। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছি। নিজের সেরা খেলাটা খেলার চেষ্টা করেছি। কিন্তু এখনও নিজেকে সেরাদের দলে রাখব না। জোকোভিচদের খেলা দেখে বড় হয়েছি। ওদের দেখে শিখেছি। ওরাই আমার কাছে নায়ক। ওদের সমান হতে গেলে এখনও অনেক দূর যেতে হবে।”
https://twitter.com/Wimbledon/status/1812511829047792016?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1812511829047792016%7Ctwgr%5Ef414e9d523a7c526fb0c8e13ecb16814b0ab2b87%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.aajkaal.in%2Fstory%2F19433%2Fruthless_carlos_alcaraz_decimates_novak_djokovic_to_defend_crown_spt
কেরিয়ারে চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাজের দু’টি উইম্বলডন। ঘাসের কোর্টের এই প্রতিযোগিতাকে সেরা মনে করেন আলকারাজ বলেন, “এই কোর্ট, এই প্রতিযোগিতা, এই ট্রফি টেনিসের মধ্যে সেরা। তাই এখানে খেলার অনুভূতি আলাদা। জেতার অনুভূতি আলাদা।” পাশে থাকার জন্য ও সবরকম সাহায্য করার জন্য নিজের কোচ ও সাপোর্ট স্টাফদের প্রশংসা করেছেন আলকারাজ। যবনিকা পতন, পরপর দুবার উইম্বলডন জিতে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেললেন কার্লোস আলকারাজ। উইম্বলডন ফাইনাল জিতে কাপ গেল স্পেনে।