October 7, 2024

জয়ের ধারা অব্যাহত মহামেডানের, বৃষ্টিভেজা মাঠে সাদার্নের বিরুদ্ধে দাপুটে জয় সাদা কালো শিবিরের

0

মহমেডান – ৩ (রবিনসন, ইসরাফিল, লালথানকিমা)
সাদার্ন সমিতি – ১ (আলোসিয়াস)

রবিবার কলকাতা লিগে মহামেডান স্পোর্টিং ও সাদার্ন সমিতি ম্যাচে চার-চারটি গোল। মহামেডান স্পোর্টিং ৩-১ গোলে হারায় সাদার্নকে। পাঁচ ম্যাচে দশ পয়েন্ট সাদা-কালো শিবিরের। পয়েন্ট হারিয়ে বেশ চাপেই পড়েছিল রেড রোডের ধারের ক্লাবটি। আর্মি রেডকে হারিয়ে জয়ের সরণিতে ফেরে সাদা-কালো শিবির। এদিন মহামেডান স্পোর্টিং দাপট দেখাল সাদার্নের বিরুদ্ধে। ব্যাক টু ব্যাক জয় মহমেডান স্পোর্টিংয়ের। আর্মি রেডের পর সাদার্ন সমিতি। রবিবার ঘরের মাঠে ৩-১ গোলে জিতল মহমেডান। গোল করেন রবিনসন সিং, ইসরাফিল দেওয়ান এবং লালথানকিমা। প্রথমার্ধের শেষে এক গোলে এগিয়ে ছিল সাদা কালো ব্রিগেড। দ্বিতীয়ার্ধে জোড়া গোল। ভেজা মাঠে খেলার মান খুব উন্নত ছিল না। প্রথমার্ধে দুই দলই আপ্রাণ চেষ্টা করে। বিরতির পর ম্যাচটা ধরে নেয় মহমেডান‌‌। তবে প্রথমার্ধেই এগিয়ে যায় তন্ময়রা। ম্যাচের ৩৩ মিনিটে রবিনসনের গোলে এগিয়ে যায় কলকাতার তৃতীয় প্রধান। জোসেফের পাস থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় সাদার্ন। ম্যাচের ৬৫ মিনিটে ১-১ করেন আলোসিয়াস। তবে বিপক্ষকে ম্যাচে ফিরতে দেয়নি হাকিমের ছেলেরা। সমতা ফেরানোর পাঁচ মিনিটের মধ্যে আবার এগিয়ে যায় মহমেডান। ম্যাচের ৭০ মিনিটে ২-১ করেন ইসরাফিল। ম্যাচের ৮৫ মিনিটে তিন পয়েন্ট নিশ্চিত করেন লালথানকিমা।

পাঁচ ম্যাচে মহমেডানের তৃতীয় জয়। উয়াড়ির বিরুদ্ধে হাফ ডজন গোলে জয় দিয়ে কলকাতা লিগ শুরু করেছিল মহমেডান। তার পরের দুটো ম্যাচে হোঁচট খেতে হয়। আর্মি রেডের বিরুদ্ধে আগের ম্যাচে জয়ে কিছুটা স্বস্তি ফেরে সাদা কালো শিবিরে। কালীঘাটের কাছে হারের পর ফুটবলারদের দুষেছিলেন মহমেডান কোচ। তারপর জোড়া জয়। ইসরাফিলদের প্রশংসা করেন মহমেডান কোচ। পরপর দুটো ম্যাচে গোল পেলেন তরুণ ফুটবলার। সাদার্নের বিরুদ্ধে দাপুটে জয়ে খুশি কোচ হাকিম।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed