আবার বিশ্বচ্যাম্পিয়ন ভারত! বার্মিংহামে পাকিস্তানকে হারিয়ে ট্রফি যুবরাজ, পাঠানদের
লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। লিগ পর্বে পাকিস্তানের কাছে পরাজিত হলেও, ফাইনালে হারের বদলা শেষমেষ নিতে পারল ভারতীয় দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ২০ ওভারে তারা ৬ উইকেটে ১৫৬ রান করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বজয়ী হয়েছিল অধিনায়ক রোহিত শর্মার ভারত। ১৪ দিনের মাথায় পুণরায় বিশ্বজয়ী ভারত।
বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে। ৩৬ বলে ৪১ রান করেন শোয়েব মালিক,যা দলের সর্বোচ্চ রান। বল হাতে অনুরীত সিংহ ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট পান বিনয় কুমার, পবন নেগি এবং ইরফান পাঠান। রান তাড়া করতে নেমে ৩ ওভারের মাথায় পর পর দু’টি উইকেট হারায় ভারত। অম্বাতি রায়ডু এবং গুরকিরত সিংহের মধ্যে। ১২ ওভারে তৃতীয় উইকেট হারায় ভারত। অর্ধশতরান করে আউট হন রায়ডু। পরের ওভারে গুরকিরতও আউট হয়ে যান। এরপর জুটি বাঁঝধেন ইউসুফ পাঠান এবং যুবরাজ সিংহ। ১৯ ওভারে ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলে আউট হন ইউসুফ। ইরফান পাঠান শেষ ওভারে প্রথম বলে চার মেরে সহজেই ফাইনাল জেতালেন ভারতেকে। তখন ভারতের দরকার ছিল ১ রান। ট্রফির স্বাদ পেলেন ভারতীয় লেজেন্ডরা। ৩০ বলে ৫০ করে ম্যাচের সেরা হলেন অম্বাতি রায়ডু। সিরিজ়ের সেরা ইউসুফ পাঠান।