বাংলার মুকেশের ৪ উইকেট, বিশ্বরেকর্ড যশস্বীর, ৪-১ এ সিরিজ জয় ভারতের
এক বলে এল ১৩ রান। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপজয়ী যশস্বী বেশ ভালো ফর্মে রয়েছেন এই সিরিজে। শনিবারই অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলে ভারতকে সিরিজ জেতান তরুণ তারকা। ইনিংসের প্রথম বল। তাতে চার বা ছয় না, গুণে গুণে উঠল ১৩ রান। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচে এই কীর্তি ঘটালেন যশস্বী জয়সওয়াল। জোড়া ছক্কার ১২ রানের সঙ্গে নো বলের ১ রান- ব্যাটিং করতে নেমে প্রথম বলেই একসঙ্গে ১৩ রান যোগ হয় যশস্বীর খাতায়। টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। জিম্বাবোয়েকে ৪২ রানে হারিয়ে সিরিজ জিতল শুভমন গিলের তরুণ ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জয় টিম ইন্ডিয়ার। ম্যাচের সেরা শিবম দুবে। দলের প্রয়োজনে ব্যাটে এবং বলে জ্বলে উঠলেন ভারতীয় অলরাউন্ডার। ২টি ছয় এবং চারের সাহায্যে ১২ বলে ২৬ রান করার পাশাপাশি বল হাতে দু’উইকেট তুলে নেন। তারমধ্যে রয়েছে ডিয়ন মায়ার্সের গুরুত্বপূর্ণ উইকেট। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান তোলে ভারত। জবাবে ১৮.৩ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। ভারতের সর্বোচ্চ রান সঞ্জু স্যামসনের। ৪৫ বলে ৫৮ রান করেন। তাঁর ব্যাটে ভর করেই লড়াই করার মতো রানে পৌঁছয় ভারত। বল হাতে জয়জয়কার বাংলার মুকেশ কুমারের। ৩.৩ ওভার বল করে ২২ রানে ৪ উইকেট তুলে নেন।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় জিম্বাবোয়ে। শুরুতেই ব্যাটিং বিপর্যয়। আগের ম্যাচে ওপেনিং জুটিতেই জয়সূচক রানে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু এদিন ব্যর্থ যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিল। ৪০ রানে ৩ উইকেট হারায় ভারত। ফিরে যায় টপ অর্ডার। ১২ রানে আউট হন যশস্বী। ১৩ করেন শুভমন। রান পাননি অভিষেক শর্মাও (১৪)। দলের প্রয়োজনের সময় হাল ধরেন সঞ্জু স্যামসন। ৪৫ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তারমধ্যে ছিল ৪টি ছয়, ১টি চার। রান যোগ করেন রিয়ান পরাগ (২২), শিবম দুবে (২৬)। নির্ধারিত ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে ভারত। রান তাড়া করতে নেমে ব্যর্থ জিম্বাবোয়ের ব্যাটিং অর্ডার। মারুমানি (২৭) এবং মায়ার্স (৩৪) ছাড়া কেউ রান পায়নি। আবার ব্যর্থ জিম্বাবোয়ের মিডল অর্ডার। শেষদিকে ২৭ রান যোগ করেন ফরাজ আক্রম। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৮.৩ ওভারে ১২৫ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। হার দিয়ে সিরিজ শুরু করলেও দুরন্ত কামব্যাক শুভমনদের। সিকান্দর রাজাদের উড়িয়ে দাপটের সঙ্গে বিদেশের মাটিতে সিরিজ জয় ভারতের জুনিয়রদের।