ডুরান্ড কাপের শুরু সবুজ মেরুনের ম্যাচ দিয়ে, মোহনবাগান বনাম ডাউনটাউন হিরোজ ম্যাচ ২৭ জুলাই, কলকাতা ডার্বি ১৮ আগস্ট
ডুরান্ড কাপের সূচি প্রকাশিত। মোহনবাগান বনাম ডাউনটাউন হিরোজের ম্যাচ দিয়ে ২৭ জুলাই শুরু হচ্ছে প্রতিযোগিতা। ১৮ আগস্ট কলকাতা ডার্বিই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলেরই গ্রুপের শেষ ম্যাচ। গত বারও গ্রুপ পর্বে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল একে অপরের বিরুদ্ধে খেলেছিল। ডুরান্ড খেলা হবে চারটি শহরে। এ, বি এবং সি গ্রুপের সব ম্যাচ হবে কলকাতায়। ডি গ্রুপের খেলা হবে জামশেদপুরে। ই গ্রুপ এবং এফ গ্রুপের খেলা হবে যথাক্রমে অসমের কোকরাঝাড় এবং মেঘালয়ের শিলংয়ে। শিলং এবং জামশেদপুর প্রথম বার এই প্রতিযোগিতা আয়োজন করছে।
২৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে মোহনবাগান খেলবে ডাউনটাউনের বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের ম্যাচ ২৯ জুলাই সন্ধ্যা ৭টায় ভারতীয় বিমানবাহিনীর বিরুদ্ধে। ৭ আগস্ট ইস্টবেঙ্গল খেলবে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে কিশোর ভারতী স্টেডিয়ামে। পর দিন দুপুর ৪টে থেকে মোহনবাগান খেলবে ভারতীয় বিমানবাহিনীর বিরুদ্ধে। ১৮ অগস্ট ডার্বি শুরু সন্ধ্যা ৭টা থেকে। কলকাতার আর এক প্রধান মহমেডান ২৮ জুলাই প্রথম ম্যাচ খেলবে ইন্টার কাশীর বিরুদ্ধে। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসি এবং ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে। গ্রুপ বিন্যাস আগেই হয়ে গিয়েছিল। শুক্রবার ডুরান্ড কাপের সূচি প্রকাশিত হল। টুর্নামেন্টের ৪৩টি ম্যাচ সোনি স্পোর্টসে সম্প্রচারিত হবে। এছাড়াও সোনি লিভ ওটিটি প্লাটফর্মে লাইভ স্ট্রিমিং হবে।