গতির দুনিয়ায় নাম লেখালেন সৌরভ, রেসিং ফেস্টিভ্যালে দল কিনলেন মহারাজ, নতুন পথচলা শুরু কলকাতা রয়্যাল টাইগার্সের

ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালের দল কিনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটের দুনিয়ার পাশাপাশি এ বার গতির দুনিয়ায় নাম লেখালেন। ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে কলকাতা রয়্যাল টাইগার্স রেসিং দলের মালিক সৌরভ। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রথমবার অংশ নেওয়া কলকাতা দলে থাকবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল কলকাতা রয়্যাল টাইগার্স। ভারতে মোটরস্পোর্ট রেসিংকে আরও জনপ্রিয় করতে ‘রেসিং প্রোমোশনস প্রাইভেট লিমিটেড’ এই প্রতিযোগিতা আয়োজন করে। ইন্ডিয়া রেসিং ফেস্টিভ্যালে থাকে ইন্ডিয়ান রেসিং লিগ ও ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপে এত দিন ছ’টি দলকে নিয়ে হত এই রেসিং লিগ। এ বারই প্রথম অংশ নিচ্ছে কলকাতা। বাকি সাতটি দল হল, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি ও আমদাবাদ। এটিই ভারতের একমাত্র চার চাকার রেসিং লিগ। মূলত জুনিয়র প্রতিযোগীরা এতে অংশ নেন। সৌরভের অংশগ্রহণে তার উন্মাদনা বাড়বে বলেই অনুমান আয়োজকদের।

রেসিং ফেস্টিভ্যালে সৌরভের লগ্নিতে ভারতে মোটরস্পোর্টসের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। সৌরভের কথায়, “একটা নতুন সফর হচ্ছে। সেটার সঙ্গে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত। মোটরস্পোর্টসের প্রতি আমার বরাবরই আকর্ষণ রয়েছে। এই সুযোগে খেলার প্রতি বহু মানুষের আকর্ষণ বাড়বে। সেই সঙ্গে বাংলার মানুষও খেলার প্রতি আকর্ষিত হবেন। কলকাতা রয়্যাল টাইগার্স ইন্ডিয়ান রেসিংয়ে ছাপ ফেলতে তৈরি।” রেসিং প্রমোশন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অখিলেশ রেড্ডিও গর্বিত সৌরভ দল কেনায়। তিনি জানান, “কলকাতার ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করা আমার কাছে গর্বের। বছরের পর বছর ধরে সৌরভ ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন। বিচক্ষণতা আর দূরদর্শিতা দেখিয়েছেন। দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে খেলাটা নিয়ে আগ্রহ তৈরি করতে পারবেন সৌরভ।”