October 3, 2024

ঘোষিত ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস, ডুরান্ডে এক গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল

0

ডুরান্ড কাপ ২৭ জুলাই শুরু। ১৩৩ বছরের ঐতিহ্যশালী টুর্নামেন্টচ চলতি বছরের ভারতীয় ফুটবল মরশুম শুরু হচ্ছে ডুরান্ডের হাত ধরেই। আর শুরুর দিকেই মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডুরান্ডের ডার্বি নিয়ে যে ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়বে, সে কথা বলাই বাহুল্য। গ্রুপ বিন্যাস ঘোষণা ডুরান্ডের। গ্রুপ ‘এ’-তে একই সঙ্গে কলকাতার দুই প্রধান ছাড়াও রয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স, ডাউনটাউন হিরোজ। ডুরান্ডের ডার্বি হবে ১৮ আগস্ট। ফাইনাল ৩১ আগস্ট। মোট ছটি গ্রুপ। কলকাতার আরেক প্রধান মহামেডান এসসি গ্রুপ ‘বি’-তে, রয়েছে বেঙ্গালুরু এফসি ও ইন্টার কাশী।

পাঁচবছর ধরে কলকাতাতেই অনুষ্ঠিত হচ্ছে ডুরান্ড। গতবছর আসামের কোকরাঝাড়েও হয়েছে ডুরান্ডের ম্যাচ। এবার শিলং ও জামশেদপুরে হলেও কলকাতার তিন প্রধানের ম্যাচ শহরেই। আইলিগ ও আইএসএলের শক্তিধর দলগুলির পাশাপাশি সেনাবাহিনীর দলগুলিও যোগ দেবে টুর্নামেন্টে। এবারও বাংলাদেশ আর্মি ও নেপালের ত্রিভুবন আর্মি যোগ দিচ্ছে ডুরান্ডে। মোট ২৪টি টিম নিয়ে চলবে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট। লিগ ও নকআউট পর্ব মিলিয়ে মোট ৪৩টি ম্যাচ হবে ডুরান্ডে। প্রতি গ্রুপের প্রথম দল যাবে নকআউটে। গ্রুপের দ্বিতীয় সেরা দুটি দলও সুযোগ পাবে। গতবছরও ডুরান্ডে একই গ্রুপে পড়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে জয় পেয়েছিল লাল-হলুদ বাহিনী। ফাইনালেও দেখা হয় দুদলের। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছিল সবুজ-মেরুন ব্রিগেড।

গ্রুপ এ (কলকাতা): মোহনবাগান, ইস্টবেঙ্গল, ইন্ডিয়ান এয়ার ফোর্স, ডাউনটাউন হিরোজ।
গ্রুপ বি (কলকাতা): বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী এফসি, ইন্ডিয়ান নেভি, মহমেডান এসসি।
গ্রুপ সি(কলকাতা): কেরালা ব্লাস্টার্স এফসি,মুম্বই সিটি এফসি,পাঞ্জাব এফসি,সিআইএসএফ প্রোটেক্টর্স এফটি।
গ্রুপ ডি(জামশেদপুর): জামশেদপুর এফসি, চেন্নাইয়িন এফসি, ইন্ডিয়ান আর্মি এফটি, বাংলাদেশ আর্মি।
গ্রুপ ই(কোকরাঝাড়): ওডিশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, বোড়োল্যান্ড এফসি, বিএসএফ।
গ্রুপ এফ(শিলং): এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, শিলং লাজং এফসি, ত্রিভুবন আর্মি এফসি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed