October 5, 2024

কোপা আমেরিকার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নেরা, বিশ্বজয়ী অধিনায়কের গোলে সেমিফাইনালে কানাডাকে হারাল আর্জেন্টিনা

0

আর্জেন্টিনা – ২ কানাডা – ০

প্রথম গোল লিয়োনেল মেসির। চলতি কোপা আমেরিকায় মেসির প্রথম গোলে আর্জেন্টিনা কানাডাকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে। সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়নেরা জিতল ২-০ ব্যবধানে। আর্জেন্টিনার অপর গোলদাতা জুলিয়ান অ্যালভারেজ। কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠা কানাডার স্বপ্নের দৌড় থেমে গেল বিশ্বজয়ীদের সামনে। চোট সারিয়ে মেসি ফেরায় দলের শক্তি আরও বৃদ্ধি পেয়েছিল ম্যাচের। কানাডার ফুটবলারেরা নিজেদের সেরাটা দিলেন। ৮০ হাজার ১০২ জন দর্শকের সামনে আর্জেন্টিনার সঙ্গে লড়াই করেও বিশ্বচ্যাম্পিয়নদের রুখতে পারলেন না।

দলগত শক্তি, রণকৌশল বা ব্যক্তিগত ফুটবল দক্ষতায় আর্জেন্টিনাকে চ্যালেঞ্জের সামনে ফেলতে পারেননি কানাডার ফুটবলারেরা। মেসিদের বিরুদ্ধে রক্ষণাত্মক ফুটবলের আশ্রয় না নিয়ে উত্তর আমেরিকার দেশ আগ্রাসী, ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করেছে। আক্রমণ তৈরির চেষ্টা করেছে। ৫১ মিনিটে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে কানাডা। আর্জেন্টিনার প্রথম গোল ম্যাচের ২৩ মিনিটে। মাঝমাঠ থেকে ডিপল বল বাড়ান অ্যালভারেজকে। তাতেই কানাডার রক্ষণ ভেঙে যায়। বোম্বিতো শেষ চেষ্টা করলেও সফল হননি। ঠান্ডা মাথায় দলকে এগিয়ে দেন অ্যালভারেজ। আর্জেন্টিনার দ্বিতীয় গোল ৫১ মিনিটে অধিনায়ক মেসির। এ বারের প্রতিযোগিতায় তাঁর প্রথম গোল। কানাডার ফুটবলারদের দাবি ছিল মেসি অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছেন। রেফারি ‘ভিএআর’এর সাহায্য নিয়ে জানিয়ে দেন গোল বৈধ। এই গোলে মেসি স্পর্শ করলেন নতুন মাইলফলক। ইরানের আল দায়িকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed