বরফে চাপা ন’মাস! লাদাখে উদ্ধার ‘নিখোঁজ’ তিন সেনা জওয়ানের দেহ
মৃতদের নাম হাবিলদার রোহিত কুমার, হাবিলদার ঠাকুর বাহাদুর অলে এবং নায়েক গৌতম রাজবসানি। বরফ খুঁড়ে উদ্ধার নিখোঁজ জওয়ানদের দেহ। বরফ খুঁড়ে উদ্ধার নিখোঁজ জওয়ানদের দেহ। গত অক্টোবরে ভয়াবহ তুষারধসে নিখোঁজ। ধারাবাহিক অনুসন্ধান চালিয়ে ভারতীয় সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল লাদাখে বরফের নীচে থেকে উদ্ধার নিখোঁজ হওয়া তিন জওয়ানের দেহ।
সেনার তরফে জানানো হয়েছে, এভারেস্টজয়ী পর্বতারোহী ব্রিগেডিয়ার এসএস শেখাওয়াতের নেতৃত্বে ‘হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল’-এর জওয়ান ও অফিসারদের একটি দল প্রায় ১৮,৭০০ ফুট উচ্চতায় গত ন’দিন ধরে টানা খোঁজ চালিয়ে মৃত তিন জওয়ানের দেহের সন্ধান পায়। দেহ গুলি উদ্ধার করে বেস ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। মৃতদের নাম হাবিলদার রোহিত কুমার, হাবিলদার ঠাকুর বাহাদুর অলে এবং নায়েক গৌতম রাজবসানি।
সেনার তরফে জানানো হয়েছে, গত ৮ অক্টোবর লাদাখের মাউন্ট কুনের কাছে ৩৮ জন জওয়ানের একটি দল রোজকার অনুশীলনে ব্যস্ত ছিল। হঠাৎই সেখানে তুষারধস নামে। বরফের চাঁই গড়িয়ে নামতে শুরু করে তাঁদের দিকে। বাকিরা সরে গেলেও চার জন জওয়ান ধস এড়াতে পারেননি। বরফের মাঝে আটকে পড়েন। সেনার তরফে উদ্ধারকাজ শুরু হয়। এক জওয়ানের মৃতদেহ উদ্ধার করেন সেনাবাহিনীর কর্মীরা। বাকি তিন জনের সন্ধান পাওয়া যায়নি।