November 12, 2024

‘ব্যাড নিউজ’ ছবিতে ভিকি ও তৃপ্তি, ‘জান‌ম’ গানটির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল

0

ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ভিকি আর স্বল্পবসনা তৃপ্তির রসায়ন। উষ্ণতায় মাখা ভিডিয়ো। প্রতিক্রিয়া ক্যাটরিনার, কিংবা কোথায় আছেন ‘‘ক্যাটরিনা, আপনি সহ্য করছেন কী ভাবে?’’ ‘‘ক্যাটরিনা জানেন তো, আপনি কী করছেন?’’ ‘‘ক্যাটরিনার কাছে মার খাচ্ছেন না কেন?’’ অনেকে অনেক কিছুই লিখেছেন। লোকচক্ষুর আড়ালে ক্যাটরিনা। শেষ নিজের একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ১৯ এপ্রিল। অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের সঙ্গীতের অনুষ্ঠানেও দেখা যায়নি। যদিও অনন্ত-রাধিকার সঙ্গীতে ক্যাটরিনার অনুপস্থিতি বুঝতে দেননি ভিকি।

‘তু মুন্ডা বিলকুল দেশি হ্যায়, ম্যায় ক্যাটরিনা তো সোনি ভে’ গানে নাচতে দেখা গিয়েছে ভিকিকে। একা ভিকিকে দেখে ক্যাটরিনার খোঁজ করেন আলোকচিত্রীরা। সদুত্তর মেলেনি। অভিনেত্রী মা হতে চলেছেন। লন্ডনে লম্বা ছুটি কাটানোর সময় থেকে এই জল্পনা। ঢিলেঢালা কালো পোশাকে দেখে ছবিশিকারিরাও দাবি করেন, মা হতে চলেছেন অভিনেত্রী। পুলের জলে ভিকি কৌশল, বিকিনিতে তৃপ্তি দিমরি। কখনও স্নানঘরে ঘনিষ্ঠ তাঁরা, দু’জনের শরীর থেকেই চুঁইয়ে পড়ছে জল। জলের তলায় একে অপরের ঠোঁটে ঠোঁট দুই তারকার। বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন ভিকি-‌তৃপ্তি।

https://www.instagram.com/reel/C9KBCG6P_oX/?utm_source=ig_embed&ig_rid=de5f423b-4b1b-4380-9520-655c017815fc

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed