কেকেআর দলে ভারতের বিশ্বজয়ী কোচ? গম্ভীরের বদলে কলকাতা নাইট রাইডার্সে দ্রাবিড়!
শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার কথা নতুন কোচের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, লড়াইয়ে আছেন গৌতম গম্ভীর এবং ডব্লিউভি রমন। জুলাই মাসের প্রথম সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণার পরিকল্পনা ছিল বিসিসিআই কর্তাদের। জিম্বাবোয়ে সফরে শুভমন গিলদের সঙ্গে কোচ হিসাবে গিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। নতুন কোচের দৌড়ে এগিয়ে রয়েছেন গম্ভীর। বেতন হিসাবে গম্ভীর যে টাকা চেয়েছেন, তা দিতে রাজি নন বোর্ড কর্তারা। বেতন নিয়ে দু’তরফের দর কষাকষি চলছে। দ্রাবিড়ের তিন সহকারী ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং বোলিং কোচ পরশ মামব্রের কার্যকালের মেয়াদও শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। গম্ভীরের অন্যতম শর্ত হল, তাঁকে পছন্দ মতো সহকারী কোচদের বেছে নিতে দিতে হবে। গম্ভীরের সহকারীরা কত টাকা বেতন নেবেন, তারও আন্দাজ পেতে চাইছেন বোর্ড কর্তারা। গোটা বিষয়টি পরিষ্কার হওয়ার পর ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করা হবে। ২৭ জুলাই থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ়। দ্বীপরাষ্ট্রের মাটিতে তিনটি করে এক দিনের ম্যাচ ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, নতুন কোচই দল নিয়ে যাবেন শ্রীলঙ্কায়।
গত মরসুমে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ হবেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলানো রাহুল দ্রাবিড় কেকেআরে। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন দ্রাবিড়। দ্রাবিড়ের মতো অভিজ্ঞ কোচ গম্ভীরের আসনে বসবেন কেকেআরের। দ্রাবিড়কে বিরাট অঙ্কের প্রস্তাব কেকেআরের। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ থাকা দ্রাবিড় আর ভারতীয় দলের দায়িত্ব সামলাতে রাজি নন। আড়াই মাসের জন্য আইপিএলে কলকাতা দলের দায়িত্ব নিতে পারেন। দ্রাবিড়কে কোচ অথবা মেন্টরের দায়িত্ব দেওয়ার জন্য কেকেআর ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দ্রাবিড়। ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থান রয়্যালসের মেন্টর। সামলেছেন দিল্লি ক্যাপিটালসের দায়িত্বও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এবং ভারতীয় দলের দায়িত্বও সামলে অভিজ্ঞতা বেড়েছে বিশ্বচ্যাম্পিয়ান কোচের।