দ্রাবিড়ের উত্তরসূরি গম্ভীর, নাইটদের মেন্টরই ভারতীয় দলের নতুন কোচ
‘১৪০ কোটি ভারতীয়ের স্বপ্ন পূরণ করতে চাই’, ভারতের কোচ হয়ে বললেন গম্ভীর
টিম ইন্ডিয়ার নতুন কোচ ঘোষণা বিসিসিআই-এর। প্রত্যাশা মতোই ভারতীয় দলের কোচ হলেন গৌতম গম্ভীর। নিজের এক্স হ্যান্ডেলে এমনই ঘোষণা করেন বোর্ড সচিব জয় শাহ। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। জয় শাহ লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমি গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। খুব কাছ থেকে গৌতম তার সাক্ষী থেকেছে। সারা কেরিয়ারে বিভিন্ন ভূমিকায় সাফল্য পেয়েছে। আমার বিশ্বাস, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই আদর্শ ব্যক্তি। টিম ইন্ডিয়া সম্বন্ধে ওর স্বচ্ছ ধারণা, দূরদৃষ্টির সঙ্গে ওর কয়েকটা অভিজ্ঞতা ওকে এই দায়িত্ব পেতে সাহায্য করেছে। ওর নতুন যাত্রায় বিসিসিআই সবরকম সহযোগিতা করবে।’ এর আগে রাহুল দ্রাবিড়কে ধন্যবাদ জানিয়ে একটি বার্তা পোস্ট করেন জয় শাহ। কোচের দৌড়ে দীর্ঘদিন ধরেই এগিয়ে ছিলেন গম্ভীর। তাঁর শর্তাবলীও মেনে নেয় বোর্ড। বেতন নিয়ে সমঝোতা চলছিল। ঘোষণার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হয়। বর্তমানে জিম্বাবোয়ে সিরিজ খেলছে ভারতের জুনিয়র ব্রিগেড। সেখানে কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ। এরপর শ্রীলঙ্কা সফর থেকেই কোচের দায়িত্ব নেবেন গম্ভীর। রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ছাড়াই টিম ইন্ডিয়ার কোচ হিসেবে যাত্রা শুরু হবে গৌতির।
মঙ্গল সন্ধ্যায় ভারতের নতুন কোচ হিসাবে ঘোষণা। তার পরেই মুখ খুললেন গৌতম গম্ভীর। প্রথমে সমাজমাধ্যমে ৬৭ শব্দের বার্তা দিলেন। তার পরে বোর্ডের বিবৃতিতেও একাধিক কথা বললেন। বোর্ড সচিব জয় শাহ ৭.৫৭ মিনিটে কোচ হিসাবে তাঁর নাম ঘোষণা করেন। তার পরেই মুখ খুললেন গৌতম গম্ভীর। প্রথমে সমাজমাধ্যমে ৬৭ শব্দের বার্তা দিলেন। তার পরে বোর্ডের বিবৃতিতেও একাধিক কথা বললেন। সেখানে ভারতের কোচ হতে পেরে তাঁর গর্বের কথা যেমন উঠে এসেছে, তেমনই আগামী দিনে আরও সাফল্যের কথা বলেছেন। প্রথমে সমাজমাধ্যমে গম্ভীর লেখেন, “ভারত আমার পরিচিতি। দেশের হয়ে খেলা আমার জীবনের সেরা সম্মান। জাতীয় দলে আবার ফিরতে পেরে খুশি, সে যতই অন্য ভূমিকায় হোক না কেন। কিন্তু আমার লক্ষ্য আগেও যা ছিল এখনই তাই। তা হল, দেশকে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয়ের দায়িত্ব রয়েছে নীল জার্সিধারীদের কাঁধে। তাঁদের স্বপ্ন সত্যি করার জন্য যেটা দরকার সেটাই করব।” বোর্ডের বিবৃতিতে গম্ভীর বলেন, “তেরঙা, আমার দেশবাসী এবং দেশের সেবা করার সুযোগ পেয়ে সম্মানিত। ভারতীয় দলকে সফল ভাবে এত দিন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাহুল দ্রাবিড় এবং ওর সাপোর্ট স্টাফদের ধন্যবাদ। জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং উত্তেজিত। ক্রিকেট খেলার সময় দেশের জার্সি প্রতি বার পরার সময়ে গর্ববোধ করেছি। নতুন দায়িত্ব নেওয়ার পরেও তার কোনও বদল হবে না। ক্রিকেট আমার প্যাশন। বোর্ড, এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ, সাপোর্ট এবং সবচেয়ে আগে, খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আগামী দিনে আরও অনেক প্রতিযোগিতায় দলকে সাফল্য এনে দিতে চাই।”
বোর্ড সচিব জয় শাহ বিবৃতিতে বলেছেন, “গৌতম গম্ভীর একজন লড়াকু প্রতিযোগী এবং অসাধারণ কৌশল তৈরি করে। আশা করি কোচ হিসাবেও একই রকম মানসিকতা এবং নেতৃত্ব নিয়ে আসবে। ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বার করে আনবে, এ ব্যাপারে নিশ্চিত। আমি আত্মবিশ্বাসী যে গম্ভীরের অধীনে দল নতুন উচ্চতায় আরোহণ করবে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত সম্পর্কের গম্ভীরের দর্শন আমাদের সঙ্গে মিলে গিয়েছে। আগামী দিনের কথা ভেবে আমরা উত্তেজিত।” সভাপতি রজার বিন্নী বলেছেন, “গম্ভীরের কোচ হওয়া ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়। ওর অভিজ্ঞতা, দায়বদ্ধতা এবং দৃষ্টিভঙ্গি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ।”