January 13, 2025

সুপ্রিম-নির্দেশে সিবিআই-ই তদন্ত সন্দেশখালিতে! শীর্ষ আদালতে প্রশ্ন বাণের মুখে রাজ্য সরকার

0
Supreme Court

‘কেন এক জনকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার?’ সন্দেশখালিকাণ্ডে সিবিআই-ই তদন্ত চালিয়ে যাবে। রাজ্য সরকারের আর্জি খারিজ করার পর জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে প্রশ্নবাণের মুখেও রাজ্য সরকার। কোর্ট প্রশ্ন তুলল, কেন এক জনকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে রাজ্য সরকার? সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন এবং জমি দখল করার অভিযোগ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালতের সিবিআই তদন্তের নির্দেশের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২৯ এপ্রিল শীর্ষ আদালতে মামলাটি উঠলে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন। দু’মাস পর ফের মামলা উঠল বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে। সন্দেশখালির ঘটনায় অন্যতম অভিযুক্ত সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শাহজাহান শেখ। রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভি আদালতে জানান, ৪৩টি এফআইআর হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। রেশন দুর্নীতি সংক্রান্ত এফআইআর রয়েছে। চার্জশিটও দেওয়া হয়েছে ৪২টিতে। শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, এই মামলায় আদালতের পর্যবেক্ষণ যাতে কোনও ভাবে বিচারপ্রক্রিয়ায় না পড়ে, তা নিশ্চিত করতে হবে।
আপাতত সিদ্ধান্ত সন্দেশখালিকাণ্ডে সিবিআই-ই তদন্ত চালিয়ে যাবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed