October 12, 2024

দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ভারত, অভিষেক,রিঙ্কু, মুকেশদের দাপটে সিরিজে সমতা

0

আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে নিজের দ্বিতীয় ম্যাচে শতরান করলেন অভিষেক শর্মা। ৭৭ রান রুতুরাজ গায়কোয়াড়। ৪৮ রানের ঝোড়ো ইনিংস রিঙ্কু সিংহের। দাপট ভারতের বোলারদেরও। জিম্বাবোয়ের ব্যাটারদের নাজেহাল করে ১০০ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরাল ভারত। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছিল ভারতকে। দ্বিতীয় ম্যাচে পেসার খলিল আহমেদের বদলে এক অতিরিক্ত ব্যাটার সাই সুদর্শনকে খেলায় ভারত। টি-টোয়েন্টি অভিষেকে ব্যাট করার সুযোগই পেলেন না সুদর্শন। কারণ, ভারতের টপ অর্ডারের দাপট। অধিনায়ক শুভমন এই ম্যাচে রান পাননি। ২ রানের মাথায় ব্লেসিং মুজ়ারাবানির বলে আউট হন তিনি। শুভমন আউট হওয়ার পরেই রুখে দাঁড়ালেন অভিষেক ও রুতুরাজ। দায়িত্ব ও আগ্রাসন নিয়ে খেল প্রথম ম্যাচে হারের লজ্জার শোধ দ্বিতীয় ম্যাচে উসুল করে নিলেন।

অভিষেক উইকেটের চার দিকে শট খেলছিলেন। ৩৩ বলে অর্ধশতরান করেন এই বাঁহাতি ব্যাটার। ডিয়ন মেয়ার্সের এক ওভারে নিলেন ২৮ রান। ১৩ বলে ৫০ থেকে ১০০ রানে পৌঁছলেন অভিষেক। পর পর তিন বলে তিনটি ছক্কা মেরে মাত্র ৪৬ বলে শতরান করলেন। ভারতের হয়ে অভিষেকের পরে সবচেয়ে কম ইনিংসে শতরান করলেন আইপিএলে নজরকাড়া ব্যাটার। ৭টি চার ও ৮টি ছক্কা মারেন তিনি। যদিও পরের বলেই আবার ছক্কা মারতে গিয়ে আউট হন অভিষেক। দু’জনের ১৩৭ রানের জুটি। এরপর অভিষেক আউট হওয়ার পরে অর্ধশতরান করা রুতুরাজেরও রান তোলার গতি বাড়ল। ছক্কার থেকে বেশি চার মারছিলেন। আগের ম্যাচে রান না পাওয়া রিঙ্কুও এই ম্যাচে রান করলেন। দুই ব্যাটারেরা দাপটে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৪ রান করল ভারত। রুতুরাজ ৪৭ বলে ৭৭ ও রিঙ্কু ২২ বলে ৪৮ রান করে অপরাজিত। রুতুরাজের ১১টি চার ও ১টি ছক্কার পাশাপাশি রিঙ্কু ২টি চার ও ৫টি ছক্কা মারেন।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা জিম্বাবোয়ে। প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচেও ইনোসেন্ট কাইয়াকে বোল্ড করেন মুকেশ কুমার। শুভমন বলে আনেন অভিষেককে। সেই ওভারে ১৯ রান নেন ব্রায়ান বেনেট। আক্রমণাত্মক শট খেলছিলেন। তৃতীয় ওভারে আসেন মুকেশ। তাঁকেও দু’টি ছক্কা মারেন বেনেট। মুকেশ শেষ বলে বেনেটকে ২৬ রানের মাথায় বোল্ড করেন। আবেশ খান নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট নেন। মেয়ার্স ও অধিনায়ক সিকন্দর রাজাকে আউট করেন। ৪৬ রানে ৪ উইকেট পড়ে যায় জিম্বাবোয়ের। খেলা তত ক্ষণে অবশ্য তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। ওয়াশিংটন সুন্দরের বলে বড় শট মারতে গিয়ে আউট হল ক্যাম্পবেল। ১৮.৪ ওভারে ১৩৪ রানে অল আউট জিম্বাবোয়ে। ১০০ রানে পরাজয় ক্যম্পবেলদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed