ঘরের মাঠে জয় ইস্টবেঙ্গলের, জর্জের বিরুদ্ধে তিন গোল দিল লাল-হলুদের
ইস্টবেঙ্গল মাঠে খেলায় প্রথম একাদশে ছিলেন না সায়ন। পরে নামানো সায়নই জোড়া গোল করে নায়ক হলেন জর্জের বিরুদ্ধে।
কলকাতা লিগের প্রথম ম্যাচে ৭ গোল করেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচেও জয়ী লাল-হলুদ। প্রথমে পিছিয়ে পড়েছিল জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে।
সায়ন বন্দ্যোপাধ্যায়দের দাপটে ৩-১ গোলে জিতল ইমামি ইস্টবেঙ্গল। জোড়া গোল সায়নের। ইস্টবেঙ্গল মাঠে বসে দলের জয় উপভোগ করলেন সমর্থকেরা।
ব্যারাকপুরে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ৭ গোল দিয়ে কলকাতা লিগের যাত্রা শুরু করে ইস্টবেঙ্গল। সেই ম্যাচেও দাপট দেখিয়েছিলেন সায়নেরা।
৩৪ মিনিটের মাথায় দূরপাল্লার শটে গোল করে জর্জ টেলিগ্রাফকে এগিয়ে দেন অমিত এক্কা।
লাল-হলুদ গোলরক্ষক আদিত্য পাত্র বলের নাগাল পাননি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল জর্জ।
দ্বিতীয়ার্ধে লাল-হলুদ কোচ সায়নকে নামিয়ে দিতেই বদলে যায় ইস্টবেঙ্গল। ৪৭ মিনিটের মাথায় গোল শোধ করে লাল-হলুদের জেসিন।
সায়নের প্রথম গোল ৬৫ মিনিটে। ক্রস থেকে আসা বল জালে জড়িয়ে দেন। ৮৯ মিনিটে সায়নের দ্বিতীয় গোল।
জর্জের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় লাল হলুদ শিবির।