October 7, 2024

‌‘আরও এক বছর বয়স কমল’ মহারাজের! স্ত্রী ডোনার সঙ্গে লন্ডনে জন্মদিনে কেক কাটলেন সৌরভ

0

লন্ডনে নিজের জন্মদিন কাটালেন সৌরভ। ৫২ বছর পূর্ণ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। জন্মদিনে সৌরভের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। ৫২ বছর পূর্ণ করে সৌরভ গঙ্গোপাধ্যায় স্ত্রীর সঙ্গে নিজের ছবি পোস্ট করেন। লন্ডনে সময় কাটাচ্ছেন।

ক্যাপশনে সৌরভ লেখেন, “লন্ডনে আরও এক বছর বয়স কমে যাওয়া উদ‌্‌যাপন করছি।” মজা করে সৌরভ বোঝাতে চেয়েছেন যে শরীরের বয়স বাড়লেও মনের বয়স কমানো যায়।

https://www.facebook.com/photo.php?fbid=1048190220003505&set=a.388067366015797&type=3&ref=embed_post

ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন ডোনা। ঘরের সোফায় বসে দু’জনে। সামনে কেক কাটা হয়েছে। সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। সৌরভকে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের প্রাক্তন সভাপতিকে শুভেচ্ছাবার্তায় বিসিসিআই লিখেছে, “৪২৪টি আন্তর্জাতিক ম্যাচ। ১৮,৫৭৫ আন্তর্জাতিক রান। ৩৮টি আন্তর্জাতিক শতরান। ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা।”

আইপিএলের শুরুতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন সৌরভ। কেকেআরের সঙ্গে সৌরভের সম্পর্ক অনেক বছর আগে শেষ হয়ে গেলেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজ়ি। সৌরভের একটি ছবি পোস্ট করে তারা লিখেছে, “মহারাজা, দাদা, কলকাতার রাজপুত্র। সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা।”

https://www.instagram.com/p/C9IyZzCMorG/?utm_source=ig_embed&ig_rid=360f3692-701a-4d86-9abc-d160b0aa1822

স্ত্রী ডোনা ও কন্যা সানা লন্ডনেই থাকার কারণে সেখানেই জন্মদিন পালন করার সিদ্ধান্ত নেন সৌরভ। আইপিএল ও বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে শেষ হওয়ায় আপাতত অবসর রয়েছে সৌরভের। স্ত্রী ও কন্যার সঙ্গে সময় কাটাচ্ছেন। ২২ অগস্ট ডোনার জন্মদিন লন্ডনে কাটিয়ে ফিরবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed