February 17, 2025

পুরীর রথযাত্রায় দমবন্ধ হয়ে মৃত্যু পুণ্যার্থীর, হুড়োহুড়িতে পদপিষ্টের পরিস্থিতিতে জখম কয়েক জন

0
Puri

পুরীতে জগন্নাথের রথযাত্রায় পদপিষ্টের পরিস্থিতি। এক জনের মৃত্যু। কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ভিড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বলে সূত্রের খবর। ঘটনার পর পরই ভিড় নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। পুরীর জগন্নাথ মন্দির থেকে রথ বার হয়। রথ উপলক্ষে রবিবার পুরীতে জনসমাগম লাখ লাখ মানুষের। রথ পুরীর গ্র্যান্ড রোডের উপর দিয়ে যাওয়ার সময়ই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রথের দড়ি ধরে টানার জন্য হুড়োহুড়িরলসময়ে পদপিষ্টের মতো পরিস্থিতিতে ভিড় থেকে বেরিয়ে আসতে চান অনেকে। তাতেই বিপদ। ঘটনায় বেশ কয়েক জন পুণার্থী জখম হয়েছেন।

রবিবার সকাল থেকেই পুরীর তীব্র গরম ছিল। গরমে হাঁসফাঁস অবস্থা হয় মানুষের। বেশ কয়েক জন অসুস্থও হয়ে পড়েন। পুণ্যার্থীদের যাতে ভিড়ে কষ্ট না হয়, সে জন্য জলও ছেটানো হচ্ছিল সকাল থেকেই। রবিবার বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ পুরীর মন্দির থেকে রথ বার হয়। অত্যাধিক গরমে ভিড়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন অনেকে। ভিড় থেকে বেরিয়ে আসতে গিয়েই বিপত্তি। ৫৩ বছর পর এ বার দু’দিন ধরে পুরীতে পালিত রথযাত্রা। প্রতি বছরের মতো এ বছরও রথ উপলক্ষে সেজে উঠেছে পুরী। মন্দির ও রাস্তাঘাটের চারপাশ আলোয় আলোকিত। ১৯৭১ সালে শেষ বার দু’দিন ধরে চলেছিল রথযাত্রা। ‘নবযৌবন দর্শন’ এবং ‘নেত্র উৎসব’ রথের আগে হয়ে যায়। জগন্নাথ মন্দিরের সিংহদরজার সামনে থেকে রথ টানা শুরু হয়। ভক্তেরা তা টেনে নিয়ে যান গুণ্ডিচা মন্দিরে সাত দিন রাখা থাকবে রথ। তার পর আবার ফিরে আসবে মন্দিরে। রবিবার এই যাত্রাপথেই ঘটে পদপিষ্টের মতো ঘটনা। বলরামের রথের কাছেই এই ঘটনা ঘটেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed