October 12, 2024

ব্রাজিলের কোপা অভিযান শেষ, পেনাল্টিতে সেলেকাওদের হারিয়ে সেমিতে উরুগুয়ে

0

উরুগুয়ে: ০ (৪)
ব্রাজিল: ০ (২)
পেনাল্টিতে জয়ী উরুগুয়ে

সাম্বাদের থামিয়ে কোপার সেমিফাইনালে চলে গেল উরুগুয়ে। ছন্দহীন সাম্বা বনাম অপরাজেয় উরুগুয়ে। কোপার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল নেভাডা। ৯০ মিনিটের সেয়ানে সেয়ানে টক্কর। গড়াল পেনাল্টিতে। চাপের মুখে পেনাল্টি মিস করে সমস্যায় পড়ল দুই দলই। উগার্তের পেনাল্টি জালে জড়িয়ে যেতেই স্বপ্নভঙ্গ সেলেকাওদের। উরুগুয়ে চলতি কোপাতে একটাও ম্যাচ হারেনি। ২০২৬ বিশ্বকাপ যোগ‌্যতা নির্ণায়ক পর্বে ব্রাজিলকে হারিয়েছে। সাম্বাবাহিনী কোপাতেই জিতেছে মাত্র একটি ম‌্যাচে। ড্র করেছে দু’টিতে। ছন্দে নেই ব্রাজিল। সেই কার্ড সমস্যায় দলের অন‌্যতম ভরসা ভিনিসিয়াস জুনিয়রকে বাদ দিয়েই অপ্রতিরোধ্য উরুগুয়ের বিরুদ্ধে শেষ আটের যুদ্ধে নেমেছিল ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল সুলভ খেলা দেখতে পেল না ফুটবলবিশ্ব। প্রথম থেকেই মাঠে ছিলেন তরুণ এনড্রিক। উরগুয়ের দখলে বল যেতে দেননি রাফিনহারা। ম্যাচের ১৪ মিনিটে রাফিনহার শটে এগিয়ে যাওয়ার সুযোগ ব্রাজিলের কাছে। কিন্তু বারে শট মারলেন তারকা। ২৮ মিনিটে নিজে শট না করে রাফিনহাকে বল বাড়ান এনড্রিক। গোলের সুযোগ হাতছাড়া সেলেকাওদের। ৩৫ মিনিটে নুনেজের শটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল উরুগুয়েরও। ৭২ মিনিটে রড্রিগোকে বিশ্রি ট্যাকল করে লাল কার্ড দেখেন উরুগুয়ের নাহিতান নান্দেজ। ১০ জনের উরুগুয়েকে পেয়েও গোল করতে পারেনি ব্রাজিল। নির্ধারিত সময়ের শেষে খেলা গড়াল পেনাল্টি শুটে, কারণ চলতি কোপায় এক্সট্রা টাইমের নিয়ম নেই।

পেনাল্টি মারতে এসে গোল করেন ভালভার্দে, কিন্তু মিলিতাওয়ের প্রথম শট বাঁচিয়ে দেন গোলকিপার রোশে। ব্রাজিলের তৃতীয় পেনাল্টিও পোস্টে মারেন ডগলাস। উরুগুয়ের চতুর্থ শট বাঁচালেও একেবারে শেষ শটে গোল করেন উগার্তোরা কেটে ফেলেন সেমির টিকিট। অপর কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। দুবার পেনাল্টি পায়। দুবারই গোল করেন কলম্বিয়া ফুটবলাররা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed